প্রথম নায়ক নেতাজি -১৬
অরবিন্দ সরকার
১.
নেতাজী
হে মহান বীর ,তব উন্নত শির,
মোড়ের মাথায় ঘোড়ায় চড়ে,
ধূলো বালি ময়লার আস্তরণ প'ড়ে,
আজ তুমি পরিষ্কার,মাল্যভূষনে চন্দনে সারাদিন রক্তদেবে বক্ষ চির।
গিরগিটি লজ্জ্বা পায়, নেতানেত্রী রঙ বদলায়,
স্বাধীনতার স্বাদ জ'মে ক্ষীর।
তুমি বলেছিলে রক্ত দাও,দেবো স্বাধীনতা!
তোমার বাণী বিফলে যায়নি ঘুচেছে পরাধীনতা।
লড়াই ভুলে চুক্তি স্বাক্ষরে ,দেশ ভেঙে সিংহাসন ঘিরে,
হাঙ্গামায় মৃত মানুষের ভীড়!
দেশমাতৃকার শৃঙ্খল মুক্ত করতে,
তুমি ছুটেছিলে জার্মান জাপানে,
স্বাধীনতা ভারতের সেয়ানে সেয়ানে কোলাকুলি, তোমাকে ভুলি, তুমি রয়েছো ইতিহাস পাতে এক কোনে স্থির।
তুমি জীবিত না মৃত, হলো না উৎঘাটিত,কমিশন বসে কতশত, রহস্যাবৃত বক্ষবিদ্ধ তীর।
তোমায় নমি বারবার,এসো ফিরে আর একবার, স্বাদহীন স্বাধীনতার রক্তে স্বাধীনতা আর একবার চাই ফিরে।
২.
অমর নেতাজি
এ
শত্রু
তোমার
অন্দরের,
তাঁরা চায়নি
তোমার সম্মান!
জিতেও পরাজিত
সব নেতা বেইমান!
অস্ত্র ছাড়া হয় কি যুদ্ধ,
অহিংস ফাঁকা শ্লোগান,
ভিক্ষার স্বাধীনতা,
সেয়ানে সেয়ানে
পদলেহনে
গদীয়ান!
সার্কাস
দেখ
রে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন