জায়মান জীবন -১৭
সুধাংশুরঞ্জন সাহা
জীবন :এক
জীবন এক সাপলুডো খেলার অন্ধকার মাঠ
যে যতই মেধাবী হোক না কেন,
কে কখন সাপের মুখে পড়বে
আগে থেকে কেউ তা জানে না।
যে কোনো স্বপ্নের মধ্যে
লুকিয়ে থাকে সম্ভাবনার বীজ।
জ্বরের ভিতর সংক্রমণের আভাস,
ছায়াযুদ্ধের সংকেত।
জীবন : দুই
ইচ্ছামহল ছাপিয়ে গেলে
দূরত্ব বিচার্য হয়ে ওঠে।
হাওয়াবদলের রঙমশালে লেগে থাকে
অবর্ণনীয় নিঃস্ব বালিয়াড়ির চিহৃ।
গতিময় পথেরা জানে প্রকৃত ভ্রমণের সংজ্ঞা।
সময়ের ব্যবধানে ঝটিতি সফর শেষ হলে
পুরনো পথেরা ফিসফিসিয়ে বলতে থাকে
হারানো সময়ের বিরহকথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন