রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

শুধু কবিতায় শ্রদ্ধার্ঘ্য... প্রথম নায়ক নেতাজি -১৩।। নিমাই জানা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


প্রথম নায়ক নেতাজি -১৩

নিমাই জানা



চতুর্ভুজ আগুন ও বিষধর করবী পোশাক


বজ্রকন্ঠ পাখিদের শরীরে জলীয় বাতাসের গন্ধ নেই বলে
পাখিটি মাঝে মাঝে দুরন্ত পাথর হয়ে যায়

পাথরের জন্ম বৃত্তান্ত শুনেই কঠিন হিমালয় আগুনের চতুর্ভুজ লম্বরেখা গুলো গণিতের পাঁজরে পার্থিব সুখ উড়িয়ে চলে নির্ঝর এলগিনের রাস্তা ধরে , শীতকালের দেবতারা খুবই পবিত্র
অমৃতবৃক্ষ নেমে আসে হিমশৈলের উত্তপ্ত বায়বীয় স্থলবিন্দুর কাছে আগুনের মাথায় মরচে বিন্দু পোশাকটির কোন স্থানাঙ্ক নেই , শুধু গৈরিক সন্ন্যাসীর একটি গোপন ব্রহ্মসূত্র আছে যাকে তিনি রাত্রিকালীন অশ্বারোহী ভেবে চেপে বসেন আসমুদ্র ইঙ্গিতে

ছুঁয়ে দেখো আগুন , কতোটা দুর্দমনীয় এক কর্কটক্রান্তির নৈশ পাহাড় হতে পারে শরীরের বিদ্যুৎ ও কঠিন আগ্নেয়গিরির রূপান্তরিত পাথর , বিয়োগফলের করবী ফুল লোমশ হতে পারে
দাঁড়িয়ে আছে প্রবাল প্রাচীরের তীরে কোন এক বীভৎস ঘোড়া মা , আগেও পালক খসিয়ে ছিল জন্মান্তর কথায়
আমি লজ্জাবতী গাছের ডগায় গজিয়ে ওঠা বৈষ্ণব চিহ্নকে তুলে রাখি নাগচম্পা মাথায়,  পুরুষ মানুষ একা শৈল প্রপাত ছায়াপথ ভাঙতে ভাঙতে আগুন গিলে খাচ্ছে তরল রাসায়নিক দিয়ে

মৃত্যু চিহ্নের কোন সামন্তরিক নেই বলে পাখিটি আজও সিন্ধু উপত্যকায় এসে দাঁড়িয়ে রক্তের রং দেখে নিচ্ছে হাতের নরম শরীর বিদ্যায়
যৌগিক ইকুয়েশন অর্জুন বৃক্ষের কাছে স্থির হয়ে শুয়ে আছে সংখ্যাগণিতের জলপাই পোশাক , নিথর করো তাইহোকু কবিতা পাঠ
পুরোহিত একটি মহা রাষ্ট্র তৈরি করে গেছেন,  আমরা উবু হয়ে বসে প্রদীপ জ্বেলে যাচ্ছি চতুর্ভুজ আগুনের পৃষ্ঠায়
আগুনের জন্য , রামধনুর জন্য , মহাকাল হাঁটতেই ভালোবাসেন কমন্ডুল হাতে নিয়ে

ঘোড়াটি পালকের মতো উড়ে চলেছে ধ্রুবতারা বিষয়ক অসীম গদ্য আকাশ ভেঙ্গে তুরীয় শব্দে
পুরুষ মানুষটির সান্ধ্যকালীন ঘনত্ব নির্ণয় করতে নেই 









1 টি মন্তব্য: