সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

শুধু কবিতায়... জায়মান জীবন -১১।। উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



জায়মান জীবন -১১

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়


যাই


ঘুমের মধ্যে হঠাৎ মনে হয়

কেউ বুঝি ডাকছে;

মৃত্যুকে কেউ দেখেনি বলে

সেই হয়ত লুকিয়ে লুকিয়ে ডাকে;

এভাবেই একটা জন্মের শাখা প্রশাখা,শেকড় ছড়িয়ে মাটির গভীরে কারুর ডাক শোনে।

একমাত্র মৃত্যুই জানে,কেমন দেখতে তাকে।

আমি কেবল তার ডাক শুনি মাঝে মাঝে;

ঘুম চোখে বলি, যাই,যাচ্ছি।











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন