মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়...আলোর উৎসব -৪৫ ।। সুব্রত চৌধুরী।। Ankurisha ।। E..Magazine ।। Bengali poem in literature ।।

 



আলোর উৎসব -৪৫

সুব্রত চৌধুরী




১.

আলো



আকাশ মেয়ে রাগ করেছে

মুখটা বেজায় কালো,

কোথায় গেলো লক্ষ তারা

ঝিকিমিকি আলো 

দীপাবলির আলোর মালায়

উঠলো  সেজে মেয়ে ,

আকাশ  বুকে আতশবাজি

গেলো বুঝি ধেয়ে।

আলোর রোশনাই দিকে দিকে

ঘুচবে মনের কালো,

ঘরে ঘরে মঙ্গল প্রদীপ

সুখের তরে জ্বালো 





২.

আনন্দ ক্ষণ


কাত্যায়নী মা যে আমার

অন্ধকারের আলো,

হৃদের মাঝে বাদ্যি বাজে 

খুশির পিদিম জ্বালো।

আলোর মালা বরনডালা

দুটি হাতে নিয়ে,

কাত্যায়নী  করবো পূজা

রক্ত জবা দিয়ে।

দীপাবলির আলোয় ঘুচুক

আঁধার যতো মনে,

ঘরে ঘরে মাতুক সবাই 

আনন্দেরই ক্ষণে।










1 টি মন্তব্য: