বুধবার, ৩ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়...আলোর উৎসব-৪৭।। গোবিন্দ মোদক।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 





আলোর উৎসব-৪৭ 

গোবিন্দ মোদক 



আলোর উৎসব 



আলোর উৎসব এসেই গেল হেমন্তেরই ডাকে, 
হিমের ছোঁয়ায় উদাস বাতাস শিশির কণা মাখে। 
উৎসবের-ই আবেশ জুড়ে আসে দীপাবলি, 
গ্রাম-শহর সব মেতে ওঠে, মাতে শহরতলী। 
নানা আকারের কতো প্রদীপ, রঙিন মোমের বাতি, 
নানাবিধ আলোর ছটায় রঙিন যে হয় রাতি। 
ফুলঝুরি আর চরকি জ্বলে, জ্বলে রংমশাল, 
আলোয় আলো বসুন্ধরা -- সবুজ, নীল, লাল। 
চৌদ্দ প্রদীপ জ্বালিয়ে দেয় গায়ের শান্ত বধূ, 
স্নিগ্ধ আলো ছড়ায় দেখো আকাশপ্রদীপ শুধু। 
কালীপূজা আর ভাইফোঁটার সাদর আহ্বান, 
আলোর উৎসব প্রাণের উৎসব জাগায় মনে টান।
আলোর ঢেউয়ে ভাসতে থাকে সমগ্র এই দেশ, 
মনের মধ্যে জগদ্ধাত্রী জাগিয়ে রাখেন রেশ। 












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন