বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়... আলোর উৎসব-৪৮।। নন্দিনী মান্না।। Ankurisha ।। E.Magazine ।।Bengali poem in literature ।।

 


আলোর উৎসব

নন্দিনী মান্না

-------------------------------- 






আলোর উৎসব-৪৮

নন্দিনী মান্না



১. 

নিখাদ


ছোটো বড়োর ভেদাভেদ যত

 আলোতে অভেদ হোক 

ধনী নির্ধনের অহংকার যত

 আলোতে নিখাদ হোক।


অনাথ আতুরের দুঃখ ব্যথা 

হয়ে উঠুক আলো কথা 

কালো লোভের কালো লাভ 

বোধের আলোয় হোক গাথা।


আলো আমার    আলো তোমার

             আলো সবার 

অমাবস্যার আলো  আঁধারে আলো 

              আলো ধরার।


মঙ্গল প্রদীপে জ্বালা আলোর উৎসব 

মায়ের আশীষে খুশি আলোকিত সব।





২.

 সচেতন


দিনে- রাতে মর্ত্যে অসংখ্য তারা

ধর্মান্ধের স্বার্থে মারামারি আত্মহারা

সমাজ- উঠানে অহংকারের তাড়া

হিংসা- লোভের বন্যা্য় দুকূল হারা।

অশিক্ষা কুশিক্ষার বড্ড মাতামাতি

অর্থের লোভে কাড়াকাড়ি হাতাহাতি

অন্নহীন গৃহহীন সব করে কান্নাকাটি

অন্যায়- অবিচারের শিকার দিবারাতি।

রিপু যত সব হোক নিপাত প্রতিজ্ঞায়

মানুষ বাঁচুক আলোর দিশারী সততায়

প্রেমের প্রদীপে আলো জ্বলুক মনটায়

অন্তর স্বচ্ছ হোক আঁধার অমাবস্যায়।

আলোকের মানুষের আলোর মনন

দিব্য আলোর চ্ছটায় চেতনার জাগরণ

অপরূপ আলোয় আলোকিত শিহরণ

সচেতনতার আলোয় সাধন ভজন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন