হেমন্তের সকাল -৭
ফটিক চৌধুরী
১.
বসে থাকি
একা একা শুতে যাই একা বিছানায়
একটু ঘুমের জন্য মরি মাথা খুঁড়ে
এসব কষ্ট-কথা কার কাছে জানাই !
একা একা কাটাই অনিদ্রায় নির্ঘুমে
নিজেই নিজের জন্য বুনি মায়াজাল
জাগ্রত দুয়ারে দাঁড়িয়ে থাকে সকাল
পরবাসে আছি যেন, নেই নিজভূমে।
ঋতু রং বদলায় নিজের মত করে
লিখে যাই অদৃশ্যগাথা অনাড়ম্বরে
বিষণ্ণতা কখন ছড়িয়ে দেয় মায়া
ব্যালকনি জুড়ে দেখি নিজের প্রচ্ছায়া।
নরম হাওয়ার ছোঁয়া এ হেমন্তকাল
বসে থাকি ব্যালকনি সকাল বিকাল।
২.
উজ্জ্বল দিন
এবার একটা ঝলমলে দিন চাই
মেঘলা আকাশে কত বিষণ্ণ দিন
বয়ে বেড়াতে হলো আমাদের
কত ছোট বড় রঙিন স্বপ্ন
ভারাক্রান্ত মনে চেপে বসেছিল
এখনো কি আমরা দোদুল্যমান ?
ঝলমলে রোদ্দুরের পাশে কেন মেঘ
ঘোরাঘুরি করবে ?
এবার চাই রোদ্রকরোজ্জ্বল দিন।
ঐ তো আকাশের ক্যানভাসে আলোর ইঙ্গিত
ইঙ্গিত অন্ধকার থেকে আলোয় ফেরার
সম্ভাবনাকে কিভাবে এড়িয়ে যাব ?
হেমন্তের হিমেল হাওয়া বইছে
নরম রোদ্দুরে পিঠ টানটান
অনেকদিন কারো মুখে পড়েনি উজ্জ্বল আলো
এবার চাই রোদ্রকরোজ্জ্বল দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন