শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়... হেমন্তের সকাল -১৭।। শ্রাবণী বসু।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 



হেমন্তের সকাল -১৭

শ্রাবণী বসু



হেমন্তের পৃথিবী


প্রাচীন সূর্যের পথ দিয়ে

হলদে অরণ্যের ভিতর দিয়ে

হেমন্ত এসেছে আশ্বিনের উঠোন পেরিয়ে।


কুয়াশারুদ্ধ মাঠ শুয়ে আছে জড়োসড়ো,

একাকী ধানের ক্ষেত ঢালছে হলুদ স্নেহ।


বিষণ্ণ এ সময় নিষণ্ণ চরাচর

শিশিরের পোশাক পরে

পৃথিবী বসে আছে হৈমন্তিক সাজঘরে ।










1 টি মন্তব্য: