রবিবার, ১০ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আগমনী বন্দনা -৩০ ।। সঞ্জীব দে।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।




আগমনী বন্দনা -৩০

সঞ্জীব দে



আগমনী আহ্বান

                      

১.

এখন কাশফুল অভিমানী। 

   পদ্মফুল, পানিফল নির্জলা পথিক

ভাসা ভাসা মেঘ সংসার বিমুখ

                         গৃহত্যাগী সন্ন্যাসী, 

এখন কুমোর শিল্পীরা রোদের

       অন্তর্জালি যাত্রায় শোকস্তব্ধ

                                 বিহ্বল! 


জানালার গ্রিলে মাস্করা পর্দা হয়ে ওড়ে


শিউলিরাই' পথের আনাচে কানাচে

দাঁড়িয়ে থাকে

         আগমনী বন্দনায়। 


                    

                  

  ২.

ওই শোন অশরীরীবাণী জুড়ে

                  আগমনী বার্তা

আকাশ রঙিন সূর্যোদয়ে। 


কপিথের পাতা শিশিরে সনাত

         ভোরের শুভ্র আলোয়, 

  ধোপদুরস্ত বকের হাতছানি দেওয়া উড়ান

মাতোয়ারা করে দেয় - কু-ঝিকঝিক লাইন বরাবর বিক্ষিপ্ত জমি

  জুড়ে কাশ। 


একটু আগেই অন্ধকার থাকতে, 

        চাঁদের উষ্ণতা গা'য় নিয়ে, 

নিভু নিভু রাত ভোরে

        প্লাটফর্মে দাঁড়ানো লোকাল, 

অ্যালুমিনিয়াম বাটি, অন্য হাতে লাঠি নিয়ে

এগিয়ে যায় অন্ধ ভৈরবী

    আগমনী গানে।


                    -

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন