বুধবার, ২০ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আলোর- উৎসব - ৯।। তৈমুর খান।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




শুধু কবিতায়...


আলোর- উৎসব - ৯

তৈমুর খান 



১.
হাত পেতে আছি 
            

আমাকে আজ আলো দিয়ো 
তরবারি হাতে চাইনি যুদ্ধে যেতে 
যুদ্ধ হোক আলোয় আলোয় 
যুদ্ধ হোক ভালোবাসাতে ভালোবাসাতে 

সন্ধ্যার চাঁদ নামছে গঙ্গায় 
জলে জলে ঢেউ দিয়ো 
ঢেউয়ের উপর ভাসাব গান 
মুগ্ধতায় ছুঁয়ে নিয়ো 

রাস্তা কত দূর? 
আমরা তো কাছাকাছি 
হাতে হাত রাখো যদি 
হাত পেতে আছি...




২.

মহান উৎসব 

সারি সারি মেঘগুলি সব রাস্তা পার হয়
ওদের কাছে বৃষ্টি আছে, রোদ্দুর আছে
আমার খুব ভয় 

পথের পাশে দাঁড়িয়ে সারাদিন
খুঁজি শুধু রঙিন দিনের গান 
বৃষ্টি এবং রোদ্দুরেরা যদি 
এক-আধ কলি গায়! 

এই শরতে ঘোড়া হই তবে 
ছুটতে পারি দৈব কলরবে 
দূর অনেক দূর 
মহাকালের মহান উৎসবে... 











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন