আলোর - উৎসব - ১৪
জয়দেব মাইতি
১.
দরজা
দরজাটা খুলে রাখি রোজ
মনে হয় কার যেন আসার কথা আজ
এই বুঝি এসে পড়বে সে
আমাকে তাঁর ভীষণ দরকার।
এতটা এসে, সত্যি সত্যি কেউ যদি ফিরে যায়
দরজা কি মনে করবে ভাবো?
মন খারাপ করে ফিরে যাবে সে
কথাগুলো শোনা হবেনা আর।
এমনতো হতে পারে
কথাগুলো আমার জন্য জরুরি ছিল
হয়তো জীবন মরনের কোন গল্প
২.
বিসর্জন
আলোয় আলোয় ভেসে যায় উৎসবের বিষাদ
জগৎজননী ডুবতে গিয়েও শেষ বারের মতো দেখে নেয় বিদায়ের আড়ম্বর।
শব্দ দানবের তারস্বর, সিন্দুর খেলা আর মিষ্টি মুখ এর মাঝে - 'তাঁর' সামনে ভেসে যায় অগুনিত মুখ,
অসংখ্য হাহাকার-
অভাবী মনে মুখগুলো,একটু খাবার খোঁজে নিরন্তর
আকন্ঠ জল,তবুও তেষ্টা মেটাতে ভয়
জলজ লজ্জা নিয়ে সংসার রাখে আমৃত্যু, আর
কোমর জলে ভাসিয়ে রাখে- তাদের ভবিষ্যৎ।
তাদের কাছে চাল ডাল নয়- পচা ফুল পাতা ভেসে যায় আশীর্বাদ হয়ে।
ডুবতে ডুবতে,
শেষ বারের মতো, মা'ও বুঝে নেয় অনেককিছু।
বুঝে নেয়, আগমনীর চেয়ে
বিসর্জনের হাত অনেক, অনেক বেশি শক্তিশালী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন