শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়...আলোর- উৎসব -২৯ ।। মালা ঘোষ মিত্র।।Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 






আলোর- উৎসব -২৯

মালা ঘোষ মিত্র




১.

ভুবনমোহিনী  


হৃদয়তন্তুতে এক অপার্থিব ঝিলিক মারে
অন্তরে প্রবেশমাত্র।
শত ময়ূর যেন পেখম মেলে দেয়।
গ্লোবের মধ্যে ভুবনমোহিনী শব্দ
জল - স্থল - অন্তরীক্ষ—
মরীচিকার কি বিচার বিবেচনা!
উত্তেজিত করে তোলে
গোপন কোষকে —
প্রলোভিত করে কাঙ্ক্ষিতকে
যে শক্তি বীজরূপে হৃদয়ে- মনে- দেহেযুক্ত
জন্মের আদিতে
তার কি কোন তুলনা আছে?
পথে থাকে আলোর হাতছানি
যোগ্যতার নিরিখে নির্বাচন থাকে।




২.
তারার আলো  

অনন্ত জলজ অবস্থান
অসীম অন্ধকার —
কালের গন্ডি পেরিয়ে সন্তরণ,
অমোঘ তন্ময়তা কল্পান্ত  ছাড়িয়ে —
আসতে গিয়ে এতটা পথ
বদলে যায় কি সব?
দীর্ঘতর পথ কি পুরাণে না?
দৃষ্টি শুধু ঝাপসা হয় —
অস্তিত্ব ঘোষণা করে তীব্র
এক সুরভী।
ছুঁয়ে থাকে এক শিকড় ছেঁড়ার বিষন্নতা
আলাদা হয়ে যায় কখন যেন মানুষেরা
হয়তো দূরত্ব তো খুব বেশি নয়।
বড়ো বেশি সত্যি হয়ে দেখা দেয়
কাল্পনিক রেখা —
ক্রমশ বড় হয়ে  যাচ্ছে তারারা।
মাটি থেকে উঠে যাচ্ছে আকাশে
তারার আলো।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন