আলোর - উৎসব -৩৪
দীনবন্ধু বন্দ্যোপাধ্যায়
বিজ্ঞাপন
আলোর বিজ্ঞাপনে মরণের
আনন্দিত এই কোলাহল ?
কার্নিশের নিচে বাল্ব জ্বলে
অসংখ্য পতঙ্গ ঘেরাও করে আলো
উঠোনে ঝাঁট দিতে এসে
বিরক্ত কাজের মাসি
মরার জায়গা নেই আর
সে দেখে স্তূপ , অজস্র পাখায় শবাধার
মাসি কি জানে পতঙ্গ- দর্শন
আমরাও বুঝেছি কি অমৃতের সাধ
শুধু মনে হয়
আলো হওয়ার আকাংখায়
ঝাঁপিয়ে পড়েছে আলোতে
মনে হয় অন্ধকার অপছন্দ পোকামাকড়েরও
তবুও হৃদয় ছিঁড়ে
উত্তরাখন্ডের গ্রাসে খন্ডিত জীবন সুষমা
কে বলে এই মৃত্যুর মিছিল দেখে
প্রকৃতির রহস্যের বিজ্ঞাপন নেই ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন