শনিবার, ২ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আগমনীর বন্দনা-১২।। নিমাই জানা।।Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।





আগমনীর বন্দনা-১২

নিমাই জানা



ত্রিনয়ন সৃষ্টি কিছু ঘাম বীজ রোপন করে




আমাদের চোখে দারিদ্রতার পরাগ
নেমে এলেন মা অদৃশ্য উত্তরমালার অন্ধকারের সিঁড়ি ঘর থেকে,  ক্যালেন্ডারের পাতা থেকে নেমে আসছেন আবহমান পোশাকের সবুজ ত্রিশূল , সৃষ্টি , স্থিতি ও বিনাশ

ঘোর অমাবস্যা মুছে যাচ্ছে সোনা ও চন্দনকাঠের স্পর্শে আমি সব গ্রন্থিত কষ্টকে ছুঁড়ে ফেলি বিছানার তলা থেকে আমাদের শরীরের ঘাম ও স্নেহ বীজ বপন করে চলি ঘোর অমানিশার অনুর্বর জমিতে , ব্যারেন ল্যাটেরাইট

আমাদের কোন গন্ধ নেই , শ্বাস নেই , দুর্মর প্রেতশিলাকে ছুঁড়ে ফেলে দেই গহীন অন্ধকারের দিকে
শক্তিরুপে নংস্থিতা ,ছায়া ফেলছেন ত্রিনয়ন স্নেহে
জটিল আত্মার সঞ্চারপথ করে দিচ্ছেন আমাদের সকল বৃত্তীয় জীবনকে
ক্রমশ মায়ের শরীরের দিকে হেঁটে যাচ্ছি আমরা
আমাদের তখন ঘোর শীতকাল আর সৃষ্টির অর্জুনতলা

উন্মাদনার শিবকালের রাতে ব্রহ্মা আবারো জন্ম নিলেন











আরও  পড়ুন 👇👇

*আজ থেকে  শুরু হল* 
নতুন ধারাবাহিক  রহস্য  উপন্যাস 
 *মুখোশের আড়ালে* 
 *আবীর গুপ্ত* 
https://wwwankurisha.blogspot.com/2021/10/ankurisha-emagazine-bengali-poem-in_2.html


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন