মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আলোর - উৎসব -৬।। বিকাশ চন্দ।।Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 



শুধু  কবিতায়... 


আলোর - উৎসব -৬

বিকাশ চন্দ



১.
কোজাগরী আলোর ভাসান

ধান শীষে বিষ মাখা নীল ছুঁয়ে বিষণ্ণ কুয়াশা 
বুকের ভেতর মোচড় মারে নবান্ন হাসি,
ধক ধক শব্দে ব্যাথাতুর আত্মা আমার জন্মদেশ
এতো বিমর্ষ রাত দেখেনি সাধু সন্ত দরবেশ, 
পরস্পর রক্ত নাড়ি বাঁধা পায়ে পায়ে চড়াই উৎরাই 
দু'চোখের জলে ভেজে জ্যোতির্বলয়। 

ঘাস ফুলে পাতায় এতো আলোর ভালোবাসা 
লক্ষ কোটি পাঁজরে জড়িয়ে অন্তর অক্ষর, 
শরীর  জড়িয়ে মূর্তি মূর্তি জড়িয়ে জল মাটি মানুষ 
গঙ্গা মেঘনা পদ্মা ইছামতী জলের ফুসফুস, 
আজ আসেনি গৌর চাঁদ দূর্বা ভেজা উঠোনে ছাই
রাই চোখে প্রেম জলে ভেজে কোজাগরী আলোর ভাসান। 



২.
আলোর শামিয়ানা 

কোনো আলোর বুক নেই সুখ নেই দুঃখ নেই
তবুও অন্ধকারে থাকে কৃষ্ণা চতুর্দশী ছায়া,
বীভৎসতা আড়ালে রেখেছিল কাপালিক চোখ ;
হেমন্ত শির শির হাওয়ায় কাঁপে ধানের ছড়া
পুষ্টু শীষের মতো ভালোবাসা বুকে ফলেছিল
রঙ ছুট মোহময় আলো মেখেছিল ফুলের গন্ধ সুখ। 

ঝলসে দেবার আগে বিমর্ষ মুখ আলো মেখেছিল 
একই খিদে তেষ্টার কোঁচড়ে হেসেছিল শিউলি সকাল
চেনা ঘর পোড়া দেয়াল দেখে ভেজা চোখ শালিকের ঝাঁক,
তবুও দেছুট মোহন মুরলী মীরা রবিউল রুকসানা
আঁতুড় ঘরে সাতরঙ মাখে নাড়ি ছেঁড়া ভোরাই 
গণ্ডী ভাঙে মাটির মানুষ টাঙ্গিয়ে রাখে আলোর শামিয়ানা। 













কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন