শুধু কবিতায়...
আলোর -উৎসব -৩
রবীন বসু
১.
আলোর ঈশ্বরী
উৎসবম্লান সকাল বিসর্জনের বাজনা শোনে
বিষণ্ণ শিউলি শুয়ে আছে উঠোনের ধারে
বধূটির মায়া লাগে গেরস্তউঠোন দিতে ঝাঁট;
তবু তো দিন যায় দিনের মত আগ্রহ নিয়ে
এক উৎসব শেষে আর এক উৎসব আসে
প্রত্যাশার ছায়া দোলে, সব ম্লান অমানিশা
কেটে যাক, ধুয়ে যাক দুঃখভরা দিন
সমৃদ্ধি সম্পদ নিয়ে জেগে উঠুক আলোর ঈশ্বরী!
প্রার্থিত প্রত্যাশা
আলপথে উঠে আসে সবুজ সংকেত।
ইত্যাকার ছায়াচিহ্ন গড়িমসি চাল
নিজস্ব অক্ষের দিকে সরে সরে যায়
অনুভূমিক দোলাচল, কেন্দ্র ও পরিধির
মধ্যেকার শূন্যতা ত্রিশঙ্কু ঝোলে
নিরালম্ব এই যাত্রপথ ছায়ালোক ঢেকে দেয়
অস্বচ্ছ আঁধার আর নিরাময় দিন
আমাদের আকাঙ্ক্ষার প্রার্থিত আলোর প্রত্যাশা!
*পাঠকের আপনজন* *অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা* -------------------------------------- ✍🏾*আলোক- উৎসব* বিষয়ক কবিতার আহ্বান* 🙏🙏লেখা আহ্বান🙏🙏 ✍🏾✍🏾 অঙ্কুরীশা ই ম্যাগাজিনে শুরু হলো প্রতিদিন বিভাগে 'আলোক- উৎসব' বিষয়ক কবিতা ✍🏾এই পর্বে দুটি করে কবিতা পাঠাবেন। ✍️✍ মেল বডিতে (অভ্র অথবা ইউনিকোড) টাইপ করে পাঠাবেন। 🙏এই বিভাগের লেখা মৌলিক ও অপ্রকাশিত হতে হবে। 🙏কোন প্রকার ছবি বা পিডিএফ ফাইল গ্রহণ যোগ্য হবে না। 🙏এই বিভাগে আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা কিনা উল্লেখ করে দেবেন। ✍🏾 এই পর্ব চলবে ১৬ই অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত। 👇🏾আপনি আপনার আলোক- উৎসব বিষয়ক কবিতাটি আজই মেল করুন👇🏾 ankurishapatrika@gmail.com ✍️🙏আপনার এই পাঠানো লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে। 🙏
অসাধারণ
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ 🙏
মুছুনভালোই লাগলো।
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ জানাই 🙏
মুছুনবেশ লিখেছেন। চমৎকার প্রকাশ।
উত্তরমুছুনশুভেচ্ছা ও ধন্যবাদ জানাই
উত্তরমুছুন