আগমনী বন্দনা -৮
দুর্গাদাস মিদ্যা
মা আস্যে গ্যাল
মা আস্যেছে জানে
সব ছ্যালাপুলা গুলান
জড় হল্য মায়ের থানে।
মা অবাক চখে দ্যাখে
এত ছ্যালাপুলা আসল কুথা থ্যাকে।
ভির্মি খাল্য মা
বলে এ্যাত ছ্যালাপুলা আমার ছিল না।
তারপর ডেসের বাহার দ্যাখে
মায়ের চোখ কপালে গ্যাল ঠেকে।
মা বলল ক্যামন ন্যাংটা পারা লাগে
এ্যামন ডেসের বাহার কই দ্যাখিনি তিনি আগে।
ফ্যাশন বল্যে চালাই দিল্যে হব্যাক
এই কথা আমি মানত্যে লারব্যাক।
শুন এ্যামন পুজায় আমার দরকার নাই
রইল তুদ্যার পুজা আমি ঘরে ফিরে যাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন