রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

প্রেমের কবিতা -৪০।। অনিন্দিতা শাসমল।।Ankurisha ।। E.Magazine ।।Bengali poem in literature ।।

 




প্রেমের কবিতা -৪০

অনিন্দিতা শাসমল



শুধু তোর জন‍্যে লেখা


কতদিন হয়ে গেল!

নীল আকাশে ডানা ভাসিয়ে ছোট্ট লেজ দুলিয়ে উড়ছিস তুই! 

রঙ- বেরঙের হালকা শরীরটা হাওয়ায় ভাসিয়ে , খুশিমনে 'নদী আপনবেগে পাগলপারা' হয়ে চলছিস, প্রতিদিন। 


লাটাইটা আমার হাতে ধরা। খুউব যত্ন করে টান দিয়ে রাখি, যাতে হঠাৎ পড়ে না যাস! 

কেউ তোর কোনো ক্ষতি করতে না পারে!

আরও অনেক ঘুড়ির পাশ কাটিয়ে অবলীলায় উড়ে বেড়াস ; রাজার মতো অবাধ বিচরণ তোর...

 তাই দেখেই আমার আনন্দ !

কেউ টান মেরে ফেলতে চাইলে ,ঘাড়ে উঠে গেলে , লাটাইয়ের সুতোয় টান দিয়ে,একটু সরিয়ে দিই। তোকে এভাবেই আগলে রাখি।


মাঝে মাঝে দেখিস,সুতো কেটে আকাশে উড়ে যায় তোর বন্ধুরা।

তোরও সাধ  হয় , তাই না রে?

আকাশ ছাড়িয়ে ওপারে কী আছে দেখার?

আমার লাটাইয়ের সুতোটা খুব শক্ত রে!

ছিঁড়েও যায় না কখনও! 

আমি ক্রমশ অনেক কাজের মধ‍্যে ডুবে গেলেও, ঠিক তোর খেয়াল রাখি।

কাজের ফাঁকে ফাঁকে চোখ তুলে দেখে নিই তোকে,ঠিক আছিস তো! তাতেই তোর যত রাগ ! 

আসলে তোকে যে বড্ড ভালোবাসি,চোখে হারাই রে!

বুঝিস না কেন?


জানিস,আজ ভোরে একটা স্বপ্ন দেখলাম।

ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় ? 

কী স্বপ্ন ? তোরই মনের কথা রে..

শোন না!

তুই লাটাইয়ের সুতোটা কাটতে চাইছিস ; আমার সব  বাঁধন ছেড়ে বেরোতে চাইছিস।


আমি তো তোকে উড়তেই দিয়েছিলাম রে,পাছে হারিয়ে যাস, তাই যত্ন করে...

বেশ।

আর তোকে ব়েঁধে রাখবো না।

এই দ‍্যাখ,

সেলাই করতে করতে  পাশে রাখা ক়া়ঁচিটা দিয়ে কেটে দিলাম লাটাইয়ের সুতোটা।

যা...

এবার মুক্ত তুই ধীরে ধীরে চলে যা ,আমার দৃষ্টিসীমার বাইরে।

আকাশটার ওপারে তোর খুব প্রিয় বন্ধু ,যাকে তুই আমার চেয়েও বেশি ভালোবাসিস ,

তোর জন‍্যে হয়তো অপেক্ষা করে আছে।

তার কাছেই যা রে।


ভাবছিস, তোকে না দেখতে পেলে ,আমার খুব কষ্ট হবে?

না রে বোকা।

তুই ভালো থাকলেই আমি ভালো থাকবো, একটুও কষ্ট হবেনা,বিশ্বাস কর।

মুক্তি চেয়েছিলি না?

দিলাম রে।

ভালো থাকিস তুই,

খুউব ভালো থাকিস।







আরও পড়ুন 👇🏾👇🏾


*রবিবাসরীয় বিভাগ* 

---------------------------------


 *আজকের গল্প* — চিঠি 

     ✍🏾দুর্গাদাস মিদ্যা 

  

https://wwwankurisha.blogspot.com/2021/09/ankurisha-emagazine-bengali-poem-in_4.html





২টি মন্তব্য: