মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

প্রেমের কবিতা -৪৯।। সুব্রত দাস।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




প্রেমের কবিতা -৪৯

সুব্রত দাস 



ইলশেগুঁড়ি


আজ তোমাকে খুব মনে পড়ছে 

এখন বৃষ্টির ধারাপাত নেমেছে 

আকাশের নীচে জমে থাকা 

ছাই রঙা মেঘ হতে।


যেভাবে নীল আকাশকে

ঢেকে রেখেছে আনমনা মেঘ

ঠিক সেইভাবে তুমি আমাকে 

আচ্ছন্ন করে রেখেছো তোমার 

আরক্তিম স্মৃতিতে।


কোন দিনটা ছেড়ে 

কোন দিনটার কথা বলি

আজ অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে

তাই বৃষ্টি দিনের কথাই বলি।


এমনই একটি দিনে তুমি যাচ্ছিলে

আমার দক্ষিণ বাতায়নের রাস্তা দিয়ে, তুমি ফিরছিলে কলেজ থেকে পাখিদের মতো ভিজে

তোমার শরীরের-

অবয়বগুলি প্রকাশ পেয়েছিল 

সুন্দর ফুলের মতো। 


তোমাকে যেতে হতো আরও কিছুটা পথ, বৃষ্টির প্রকোপ

বেড়ে ছিল আরও জোর, 

ভয় লজ্জা ভুলে তুমি এলে আমার  ঘরে, চেয়ে নিলে আমার ট্রাওজার

স্যান্ডোগেঞ্জি আর খদ্দরের পাঞ্জাবীটা, আর একটু আড়াল করে পালটে নিলে তোমার ভিজে

জামা কাপড়। 

তুমি ছিলে অকুতভয়ে

তুমি জানতে-

আমি তোমাকে সত্যি ভালবাসি 

তুমি জানতে-

আমি তোমাকে ফুলের মতোই

ভালবাসি। 


তারপর বহুটা সময় দুজনে

পাশাপাশি বসে-হাতে হাত রেখে

কখনো কথা -

কখনো নীরবে চেয়ে থাকা। 

সন্ধ্যা আসন্ন প্রায়

বৃষ্টি তখনও ইলশেগুঁড়ি 

তুমি বললে এবার তো যেতেই হবে

একটু পরেই রাত আসবে নেমে 

পরম আলিঙ্গনটা মুক্ত হয়ে

তোমাকে এগিয়ে দিলাম

কিছুটা পথ। তারপর -

আবছা হতে হতে তুমি মিলিয়ে গেলে ইলশেগুঁড়ির মাঝে আর-

আমার শূন্য ঘরে রেখে গেলে

অজস্র শপথ।।






আরও পড়ুন 👇🏾👇🏾👇🏾


*প্রেমের কবিতা পর্ব-৪৮* 

 *আজকের কবি* 

অশোককুমার লাটুয়া 💕

❤️❤️❤️❤️❤️❤️

https://wwwankurisha.blogspot.com/2021/09/ankurisha-emagazine-bengali-poem-in_13.html


1 টি মন্তব্য: