বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

প্রেমের কবিতা—৩৭।। সুধাংশুরঞ্জন সাহা।।Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 





প্রেমের কবিতা—৩৭

সুধাংশুরঞ্জন সাহা




প্রেম : এক

যার অবুঝ আঙুলে লেগে আছে
প্রেমের বারুদ,
সেই আঙুলে আঙুল ছোঁয়ালে
বেজে ওঠে পাহাড়ি ঝোরার মুহূর্তরা।
অক্লান্ত পায়ের নখে
ফুটে ওঠে শ্রাবণের নদীস্রোত।
চোখের মধ্যে ঘুমিয়ে থাকা খিদে
পাতার আড়ালে নিরিবিলি সমর্পণ খোঁজে।




প্রেম : দুই

ভালোবাসা এক বোধিবৃক্ষ ।
স্থান কাল পাত্রে বদলে যায় ছায়া।
ধেয়ে আসে মৌণ উচ্চারণ।
নির্বিকার থাকে ভাসমান মেঘ।
ছায়াস্পর্শ ঘটে যায় কদাচিৎ।
আচমকা বৃষ্টি ঝেঁপে এলে
আপাদমস্তক ভিজি।
ধুয়ে যায় মনের বেয়াড়াপনা।









আরও পড়ুন 👇🏾👇🏾

*প্রেমের কবিতা পর্ব-৩৬* 
 *আজকের কবি* 
জয়ন্ত চট্টোপাধ্যায় 💕

https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_99.html


1 টি মন্তব্য: