সোমবার, ৯ আগস্ট, ২০২১

আজ থেকে প্রকাশিত অঙ্কুরীশা-য় প্রতিদিন বিভাগে প্রেমের কবিতা পর্ব।। প্রেমের কবিতা -১।। রবীন বসু।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 




প্রেমের কবিতা- ১

রবীন বসু




১.

অনাড়ম্বর প্রেম



আমার লক্ষ্য সরল ছিল, আমার দৃষ্টি সোজা

তুমি শুধু যেন স্থির ছিলে, চক্ষু তোমার বোঁজা।

আপাত জটিল ছিলাম না, জানি সেকথা ঠিক

তবু কোথাও ভুলের অঙ্ক সবটাই বেঠিক।


চাপানউতোর যত চলুক, সংগোপন আগ্রহ

দু'জনকে ঘিরে ছিল অনেক ব্যাকুল অনাগ্রহ।

আহত হৃদয়ে তবু দেখি উন্মুখ বিষণ্ণতা

সম্পর্ক অস্থির যাযাবর, তাইতো বিপন্নতা।


সরল জটিল যতকিছু আছে আবহমান

আমাদের বুকে ভরে ছিল সবটাই অভিমান।

মীমাংসাসূত্রটা অধরাই থেকে গেল শেষমেশ

তাইতো যাপন কষ্টকর, মনখারাপের শেষ।


এই যে জীবন সবটাই যেন আঁধারে অস্পষ্টতা

কোত্থাও আলোর উজ্জ্বলতা নেই, শুধু জড়তা।

হাতড়ে হাতড়ে চলা অনেকটা অনুমান নির্ভর

সমঝোতা আর প্রেম যেন ভাসে অনাড়ম্বর।







২.

প্রেম



অন্ধকার জতুগৃহে সন্তরণ দেখি


অগ্নি তাপ

দাবানল

সময় অস্থির


পোড়াতে পোড়াতে চলে প্রেম সারাদিন


ক্ষত থেকে

ব্যথা ঝরে

বেদনা সুস্থির


তবু এক ঘেরাটোপ অশ্বের উৎসাহ

আমাকে নিবিড় করে মরণের দাহ! 










অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা -------------------------------------- 🙏🙏লেখা আহ্বান🙏🙏 👩‍❤️‍💋‍👨 অঙ্কুরীশা ই ম্যাগাজিনে শুরু হলো প্রতিদিন বিভাগে প্রেমের কবিতা পর্ব। ✍🏾এই পর্বে দুটি করে কবিতা পাঠাবেন। (১৬ লাইনের মধ্যে)। ✍️✍ বাংলা বানানবিধি মেনে মেল বডিতে (অভ্র অথবা ইউনিকোড) টাইপ করে পাঠাবেন। 🙏এই বিভাগের লেখা যেন মৌলিক ও অপ্রকাশিত হতে হবে। 🙏কোন প্রকার ছবি বা পিডিএফ ফাইল গ্রহণ যোগ্য হবে না। 🙏এই বিভাগে আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা কিনা উল্লেখ করে দেবেন। ✍🏾 এই পর্ব চলবে ৯/৮/২০২১ থেকে ৩০/৮/২০২১ পর্যন্ত। 👇🏾আপনি আপনার প্রেমের কবিতা আজই মেল করুন👇🏾 ankurishapatrika@gmail.com ✍️🙏আপনার এই পাঠানো লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে। 🙏 নমস্কার। ভালো থাকুন। সুস্থ থাকুন। সম্পাদক অঙ্কুরীশা



২টি মন্তব্য: