মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা - ৩৫।। অমিত চক্রবর্তী।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 



প্রেমের কবিতা - ৩৫

অমিত চক্রবর্তী

 



টিউনিং ফর্ক


 

সুধাংশু এসে বলল, তুমি না কি আমাকে ফেরত চাও আবার,

তৃতীয়বার, অনেকটা সেই হাতলাট্টুর মতন?

কাঁধের ওপর দিয়ে ছুঁড়ে দিলে

মুক্তিবেগে, কিন্তু পালাবার পথ নেই ইয়োইয়োর, সম্মোহনে

বাঁধা পড়ে আছে। আমি ইদানীং তাই সরল পথে চলি,

ব্যস্ত নই, বাঁধনহীন পুরুষের এলোমেলো গতি। এ জিনিস

আসলেই খুব মিষ্টি। ঝঙ্কার আছে একটা, ঝাঁপতাল বা রূপকের মত

জটিল, কিন্তু সূত্রটা একবার

ধরে ফেলতে পারলে নিষ্পাপ গড়ন, অন্ধকারের মত মামুলি।

টিউনিং ফর্ক, তুমি নিশ্চয়ই জানো,

আমার উত্তর তৈরীই আছে, আজন্ম বন্দিশে তৈরী,

যদি কিছু আমারে শুধাও।

 



২.

কি ভাবে চাইছ আমায়


ইতস্ততঃ করে বলি

আজ না হলে কাল যাচ্ছি নয়ত পরশু নিশ্চয়ই।

আসবই আমি ঘোরানো পথে, মাইলস্টোনে সংখ্যা গুনে।

সাড়া জানাব দূর থেকে ফের পুরোনো দিনের নিয়ম মেনে। 

আসল কথাটা সহজ কিন্তু

পদ্য এবং খিদে নিয়ে একটু বোধহয় হিমশিম আজ

তা নইলে আর কি দেরী, বেরিয়ে গেলেই যাত্রা শুরু।

ঘেন্না, লজ্জা, ভয় আঁকড়ে আজ দিনটা নির্বিরোধে

তুমিও থেক নীল দুঃখে, মেরুন ভারী সামলে বুকে

তারপর যে উৎসাহী মন, উৎসাহী মন

প্রতিধ্বনী বনব নাকি? চত্বরেতে প্রতিধ্বনী?

কি বিস্ময়, কি বিস্ময়, ভাবতে ভাবতে শিউরে উঠি

কি ভাবে চাইছ, কি ভাবে চাইছ

কি ভাবে,  কি ভাবে,  চাইছ আমায় …








আরও পড়ুন 👇🏾👇🏾



*প্রেমের কবিতা পর্ব-৩৩* 

 *আজকের কবি* 

     অশোক রায় ❤️


https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_65.html


1 টি মন্তব্য: