শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা -২৯।। মিতানাগ ভট্টাচার্য।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 



প্রেমের কবিতা -২৯

মিতানাগ ভট্টাচার্য 



তুমি আসবে বলে



তুমি আসবে বলে ,                     
সতেজ হলুদ গোলাপ সহস্র
তুমি আসবে বলে,
কল্পকথা মেঘদেশে নিজেকে ওড়ানো
তুমি আসবে বলে,
মেহগনি বেণারসীকে সুচারু জড়ানো
বন্দিত জাফরানি পোলাও সুগন্ধ,

গোলাপী সন্ধ্যায় প্ল্যাটিনাম প্রলেপ,
গোধূলির বুকে রাতের পদক্ষেপ----
রাত নামে নিঃশব্দে শালিখ ডানায়
চোখ ম্রিয়মান সারাদিন অপেক্ষায়,

 কলিংবেল স্পর্শহীন বিরহীচেতনায়
রাত্রি উড়ে ফেরে একাকী শয্যায়।







আরও  পড়ুন 👇🏾👇🏾

❤️ *প্রেমের কবিতা পর্ব-২৮* 
 *আজকের কবি* 
  মালা ঘোষ (মিত্র)

https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_93.html


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন