বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা-২৬।। ফটিক চৌধুরী।।Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




প্রেমের কবিতা-২৬

ফটিক চৌধুরী



এক

মেঘেরা তখনই দল বেঁধে আসে
যখন আমি থাকি একা একা
তবু তো তারা দাঁড়ায় এসে পাশে
তবু মাঝে মাঝে দিয়ে যায় দেখা!

একে বলবো প্রেম, নাকি ভালবাসা
নাকি একে বলবো অন্য কোন টান
থাকে যদি দায়বদ্ধতা, থাকে প্রত্যাশা
শুরু করতে পার অন্য কোন আখ্যান।

মাঝে মাঝে বৃষ্টি হয়ে ঝ'রে পড়ে
তাতে আমি যাই যদি খুব ভিজে
ভালবাসা প্রেম এভাবেই তো ঝরে
পরকে কখন যে করে নেয় নিজের।

ভালবাসার আলয়ে মেঘেদের বসবাস
প্রেম এভাবে বিরাজে সর্বত্র, বারোমাস।


দুই

এই যে শরৎ এলো
আকাশ ক্রমশ ঢেকে গেল নীলে
তুমি হয়তো একদিন বলেছিলে :
তাতে কী এসে গেলো!

তবে কার জন্য এ সাজ!
এই যে ঘটা করে ফুটেছে কতো কাশ
জমছে শিশির, বইছে হিমেল বাতাস
লজ্জাবতীর তাই এত লাজ!

শরতের এই মোহিনী রূপ
এতো যেন সেই তোমার শরীরী বিভঙ্গ
বিচ্ছুরিত হয় সব সৌন্দর্য, সকল অঙ্গ
শিল্প সেখানে হয় জাগরুক!

প্রেম এখানে আসে তোমার শরীরী টানে?
কাশফুল তুলোমেঘ নীলাকাশ এসব জানে!






আরও পড়ুন 👇🏾👇🏾

প্রেমের কবিতা পর্ব -২৫
--------------------------------
*আজকের কবি* 
  বিশ্বজিৎ রায়
❤️
https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_25.html

1 টি মন্তব্য:

  1. দুটি কবিতাই খুব সুন্দর। মনোমুগ্ধকর।
    এসব কবিতা পড়লে মন খারাপ সুদূরে মিলায়।

    উত্তরমুছুন