রবিবার, ২৯ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা -৩২।। দীপক বেরা।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 



প্রেমের কবিতা -৩২

দীপক বেরা 




১.

মেঘবালিকা 


           
মনখারাপের মেঘ জমে আজ, 
সারাদিন বৃষ্টিবাদল রিমঝিম গান 
গুরুগর্জনে শব্দ আঁকে বিদ্যুৎ রেখায় 
ব্যস্ত শহর এলোমেলো, ট্রাফিক অচল 
আরশিতে পাই না খুঁজে প্রেমের আদল
প্রেম ভেঙে দিয়ে ভগ্নাংশে, অপভ্রংশে 
কেউ আশ্চর্য বিনোদন মাখে অবকাশে.. 

বাসি স্মৃতির মেঘলা ক্ষত সময়-ভোরে
হৃদয় জুড়ে বাজায় শুধু শোকের মাদল
তবুও, প্রতিক্ষারত মেঘবালিকার প্রাণ 
একবুক স্বপ্নকুঁড়ি অন্তরে অনুভবে 
তার মেঘলা উঠোনে রামধনু এঁকে চলে 
শুধু, একমুঠো ফাগুন কুড়োবে বলে 
বাগিচায় বিছিয়ে রেখেছে তার আঁচল! 



  

   
২.
 রূপান্তরিত শিলা 

                

দীর্ঘ পথ সাইকেল চালিয়ে বাড়ি ফিরে 
খুব ক্লান্ত লাগে, লোডশেডিং.. 
অন্ধকার ঘরে জানালার পাশে বসি
হতাশার চাদর সরিয়ে আকাশ দেখি 
আকাশও ক্রমশ ফুরিয়ে যায় 
জীবনের এত আয়োজন ভেঙে চুরমার 
তারাভরা আকাশবিভায় দেখি
ঘরে অথবা বাইরে, কাছে কিংবা দূরে 
কীভাবে আত্মঘাতী হয়, 
অণু থেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র পরমাণু প্রেম..

আজকাল, সাইকেলের ক্যারিয়ারে 
মালতীলতা-কে বহনের দায়ভার আর নেই, 
এখন সমূহ ক্ষতচিহ্নের দায়ভার নিয়ে 
বুকের গভীরে সঞ্চিত হয় 
ভালোবাসার গলিত ম্যাগমা, 
পেরিয়ে যায় সময় বালি-ঘড়ি থেকে ডিজিটালে
শুয়ে থাকে নিভৃতে রূপান্তরিত পাললিক শিলা! 








আরও পড়ুন 👇🏾👇🏾

*প্রেমের কবিতা পর্ব-৩১* 
      আজকের কবি 
  অলোক চট্টোপাধ্যায় 

http://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_46.html




৪টি মন্তব্য:

  1. দুটি কবিতাই খুব সুন্দর লাগলো।অকৃপণ প্রেম আর
    নেই। জীবন এখন অন্য খাতে ব্য়।

    উত্তরমুছুন
  2. আপনার মূল্যবান আন্তরিক মন্তব্যে আপ্লুত ও প্রাণিত হলাম। আন্তরিক অপার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। খুব ভাল থাকুন, সুস্থ থাকুন সতত.. 💖💖🙏

    উত্তরমুছুন
  3. প্রেম যেন মুখ লুকায়
    আমি ও রিং নিরালায়

    উত্তরমুছুন