রবিবার, ২২ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা -১৯।। নিমাই জানা।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 





প্রেমের কবিতা -১৯

নিমাই জানা


১.

নিম্নচাপ কেয়া ফুল অথবা বাইকালার শাড়ি



প্রেমিকার মতো আমিও এক দক্ষিণবঙ্গ ভারী নিম্নচাপ বৃষ্টি, পূর্বাভাস হীন আবহাওয়া অফিস
ভিজে যাই আদ্রতার মাস ১৩ তারিখ , রংধনু সন্ধ্যায় , ক্যালেন্ডারের পাতাকে ভিজিয়েছ তুমি এমন অবৈধ সন্ধ্যায় শান্ত থেকো কেয়া ফুল 

দু'চোখের সুগন্ধি ধুপ ভেঙেছে আমার সংসার 
আমাকে ও কুরে কুরে খায় ছাতিম পোকার দাঁত,
কিছু নৌকার মাঝিদের নিয়ে উড়ে যাই আলপথে কাবুলিওয়ালা বেশে আমি কত মরচে ঝাউফুল ওড়াই, সাইকেলের ছেঁড়া অংক খাতায় শ্বাসমূল গজিয়ে ওঠে অনুশীলনী ৬ এর পৃষ্ঠা জুড়ে

ধূপের ধোঁয়া এতো কেন লম্ববৃত্তাকার পরিমিতি
আমি শুধু ব্যর্থ প্রেমিকা আর কলমি লতার গোপন চোখকে বুঝেছি ত্রিভুজ শরীরে দিয়ে
তুমি এক বৃত্তের মতো দুঃখের ক্যালকুলাস লিখে রাখো বারান্দায় ,এখন তো চুলের বিকেল হয়ে এলো শিমুল ফুল পিঠে



২.
নিরাসক্ত তিলফুল অথবা বৈতরণী


ঝাউতলা পারে তুমি কি নিরাসক্ত বৈরাগী অথবা কালবৈশাখী দহন সাজাও সাঁঝের বেলায় তোমার ঠোঁটে অন্তর্গত দহন আমি সাংখ্য যোগ পড়ছি , মন্দিরের মাটির চাতালে

নেমে এসো ঠোঁট এই পলাশ পাঁজরে , তৃতীয় সঙ্গমে যার কঙ্কালসার শরীর অজস্র ধান পাতা  ছুঁয়ে ছুঁয়ে আলসেমি দুপুর রাখো বাবুই পাতায় তুলসীর লীলা করো ঠোঁটে , মাখো লিপগ্লস নবম শ্রোণী প্রশস্ত জঠোর

সবকিছু তোমার পাষাণ পাথরের বিদ্রোহ আমার জ্বালানি কাঠে , গোপনে বলি এক নাভিরজ্জুর কথা , তোমাকে ও সৃষ্টি করেছে  প্রজাপতি ব্রহ্মা তারপর ,আমরা সকলেই জ্যামিতিক সমরেখ
সংক্রমণ নিউমোনিয়া আটকে রাখি বুকের ভেতর ব্রততী শাখায় বয়ে চলেছি পরজীবী অন্ধকারের দিকে। 







আরও  পড়ুন👇🏾👇🏾

❤️প্রেমের কবিতা পর্ব-১৮
---------------------------------------
        আজকের কবি—
           বিকাশ দাস। 

https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_20.html



২টি মন্তব্য: