বুধবার, ১৮ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা -১৩।। বিকাশরঞ্জন হালদার।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 



প্রেমের কবিতা -১৩

বিকাশরঞ্জন হালদার 


১.

আমি এবার মাতাল-মহুয়ায় 



ঘুমিয়ে পড়া ব্যস্ততা এখন। তোমার দু'চোখ যেনো আশমান-তারা দু'টি। আমি এবার মাতাল-মহুয়ায়।দিগন্ত অবধি সেই রাত। যাকে আমি নিঃশব্দের  নব তরঙ্গে চিনি। দাঁড়িয়ে থাকে মৃত্তিকা জনম। কতনা জিজ্ঞাসা। বক্রে ও সরলে যথা ক্লেশ। ঢেউ তবু গুনেই চলেছি  




২.
দৃষ্টি কিংবা দৃষ্টিভঙ্গির অন্বেষ


তোমার শরীরের বিবাদিত স্থানগুলিতে স্পর্শ চায় আমার দৃষ্টি কিংবা দৃষ্টিভঙ্গির অন্বেষ। যেখানে মেঘ-আকাশ আর জলাভূমির সহাবস্থান, সেখানেই জিরিয়ে নিতে চায় আমার ক্লান্ত মন। গড়িয়ে নামে বিকেল। আস্তপূর্ব আলো হাতে সন্ধার কিনারে। বিস্তীর্ণ জীবন অস্পষ্ট হতে থাকে জঙ্গমের শেষটুকু নিয়ে। তুমি যখন  দুর্নিবার দূরত্বে, তখনও  মিছিমিছি ছন্দ জাগে আমার চুরমার কাব্যের অন্তরে।







আরও পড়ুন 👇🏾👇🏾

❤️প্রেমের কবিতা পর্ব -১২
    ------------------------------- 
   ❤️আজকের কবি—
          সমাজ বসু।


https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_92.html


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন