বুধবার, ৭ জুলাই, ২০২১

দুঃসময়ের কবিতা -৬৫।। অঞ্জন ভট্টাচার্য।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।






দুঃসময়ের কবিতা -৬৫

অঞ্জন ভট্টাচার্য 


১.

যৌথ বাঁচার তাগিদে 


একলা চলা একলা থাকা একাকিত্বের মানে, 

আগে জানত অল্প মানুষ এখন সবাই জানে।

এক পৃথিবী ঘর তবুও একসাথে কেউ নয়,

সবার মনে অবিশ্বাস আর সবার মনেই ভয়।

একাত্মতায় ভরসা নেই আজ একাকিত্বে সুখ!

দেশ-দুনিয়াও বদলেছে তাই চলার অভিমুখ।

একলা বাঁচার দুঃখ ঘোচার কি-বা আছে মন্তর?

যৌথ বাঁচার তাগিদে সবাই খুঁজছি নিরন্তর।






 ২.

কাব্য তোলা থাক 


এখন বড়ই দুঃসময় 

আজকে কোনও কাব্য নয়

কাব্য তোলা থাক,

এখন বরং ঘর ছেড়ে 

এসো হাঁটি পথ হাত ধরে 

পৃথিবী লজ্জা পাক।

এখন ধান্দাবাজের দল

খেলছে খেলা করছে ছল

পাকাচ্ছে যে ঘোট,

এখন খিদেয় জ্বলছে পেট

শ্রমিক কৃষক ফকির শেঠ

সবাই বাঁধি জোট।

এখন আমাদের সম্মুখে 

আসলে বাঁধা দেব রুখে 

আর করি না ভয়,

এখন তুমি আমিতো নই

শত্রু বিশেষ বন্ধু বৈ

সমষ্টির হোক জয়।

এখন যে রাত মিশকালো 

তোমার চোখে দ্বীপ জ্বালো

আঁধার ঘুচে যাক,

এখন বড়ই দুঃসময় 

আমার জন্য কাব্য নয়

কাব্য তোলা থাক। 





আরও পড়ুন 👇🏾👇🏾





https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-emagazine-bengali-poem-in_37.html



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন