রবিবার, ১৮ জুলাই, ২০২১

আষাঢ়ে গপ্প কথা -৩।। স্মৃতি শেখর মিত্র।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 





আষাঢ়ে গপ্প কথা -৩

স্মৃতি শেখর মিত্র





টান


 মাকে প্রণাম করে যখন বেরিয়ে আসছে শুভব্রত তখনও পূব আকাশে দু একটা তারা জেগে আছে।ফাগুনের ভোরের মিষ্টি হাওয়া, কোকিলের পাগল করা ডাক, তার ভালবাসার গ্ৰাম ছেড়ে, শিলাবতী নদীর মায়াটান ছেড়ে কিছুতেই কোলকাতা যেতে ইচ্ছে নেই কিন্তু ভবিষ্যতের কথা ভেবে তাকে কোলকাতা যাওয়ার সিদ্ধান্ত নিতেই হয়েছে।কজনাই বা কোলকাতার প্রেসিডেন্সী কলেজে পড়ার সুযোগ পায়? তাই কোন কুলকিনারা না পেয়ে সে ধীর পদক্ষেপে শিলাবতী নদীর জলস্পর্শ করে হেঁটে হেঁটে বাস ধরতে গেল বাগদা বাস স্ট্যান্ড। পুরুলিয়ার বাস। পুরুলিয়া থেকে ' রূপসী বাংলা' এক্সপ্রেস ট্রেন ধরে পাড়ি দেবে কোলকাতার উদ্দেশ্যে।একটা গভীর ব্যথা নিয়ে তার আবাল্য সঙ্গী গ্ৰামকে ছেড়ে যেতে হচ্ছে।

এ অনুভবে সে বিমর্ষ আজ যে মা ও মাটির টান
এতদিন তাকে শক্ত করে বেঁধে রেখেছিল এই গ্ৰামে।












অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা

-----------------------------------------------

🙏🙏লেখা পাঠান 🙏🙏 লেখা পাঠান 🙏🙏

---------------- ---------------- --------------------------------

✍️✍শুরু হলো অঙ্কুরীশা ই-ম্যাগাজিনে 'আষাঢ়ে গপ্প কথা' বিভাগ।

✍🏾 এই বিভাগ আজ থেকে  ৩০শে আগষ্ট ২০২১ পর্যন্ত  ক্রমশ  চলবে।

✍🏾✍🏾 এই বিভাগে ১০০ - ১২০ শব্দের মধ্যে গল্প মেল বডিতে টাইপ করে  পাঠানোর আবেদন জানাই।

🙏🙏 কোন প্রকার ছবি বা পিডিএফ  ফাইল গ্রহণ   যোগ্য  নয়।

✍🏾✍🏾 লেখা  অবশ্যই  মৌলিক ও অপ্রকাশিত  হতে হবে।

🙏এই বিভাগে আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা আজই  পাঠান। 👇👇👇

✍🏾✍🏾মেল-  ankurishapatrika@gmail.com

✍️🙏আপনার এই পাঠানো  লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে।

নমস্কার।

ভালো থাকুন।

সুস্থ থাকুন।

সম্পাদক,

অঙ্কুরীশা






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন