দু:সময়ের কবিতা-৭০
রথীন কর
যাপনকথা
আমার পায়ের নীচে
মাটি নেই
আমার মাথায় কোন
ছাদ নেই
চোখে সুড়ঙ্গ অন্ধকার
পিচুটিভরা বেদনায়
ভাঙা নৌকার
পিছল পাটাতনে
ভরা কোটালের সমুদ্রে
অনিশ্চিত পর্যটন
যাপনের দীর্ঘশ্বাসে
সন্ধ্যা নামে ক্লাইভ স্ট্রিটে
বিষণ্ণ নাবিকের গান
শূন্য দ্রাঘিমায়
নিভে যায় অযুত
অসম্বল তারা
সবুজ ঘাসের শব্দে
কাল কি মহুয়া মদির
সূর্য উঠবে?
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-emagazine-bengali-poem-in_94.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন