দুঃসময়ের কবিতা -৭৭
শঙ্খশুভ্র পাত্র
সেই দুটি ছেলে
সেই দুটি ছেলে বয়সটা মেলে তিরিশের কাছাকাছি
জানি না কী হেতু সেজে রাহু-কেতু, বলে : 'ছাড়লেই বাঁচি৷'
কে কাকে ছাড়বে? লেখা তো ভার্বে সদা সঞ্চরমান
যেচে এসে তারা করে গেল তাড়া মিছিমিছি অপমান ৷
কেন এত গোসা ছেঁড়া দুর্দশা এনেছে হঠাৎ বয়ে
দোঁহা কি জানে না, দোয়াও মানে না বেশ সুখে আছে দোঁহে৷
বলেছে, এপারে লেখার ব্যাপারে আমি নাকি অসহায় !
তাই তো ওপারে লিখছি প্রপারে এত নাম কেন ? হায় !
মানা তো করো না, বিশ্বে করোনা— ঘরে বসে থেকে শুধু
দুই বঙ্গেই খুশি-রঙ্গেই লিখে যাই কিছু ধু ধু...
আসলে বাংলা মনের জানলা — আটকে দেবে কি দেখা?
লেখা বিনা আমি নই মোটে দামি বীণা নিয়ে আজ একা৷
সেই দুটি ছেলে এল দীপ জ্বেলে অভিনয়ে তারা দড়
আমাকে ভোলাল, কী যে সেই আলো! মন দিয়ে তুমি পড়ো৷
পড়েছি কাজল চোখে নিশাজল শ্রাবণমেঘের ভার
সেই ছেলে দুটি অপরূপ দ্যুতি দেখা দেয় বারবার...
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-emagazine-bengali-poem-in_30.html
খুব সুন্দর কবিতা।
উত্তরমুছুনবাংলাদেশ থেকে অভিনন্দন।
উত্তরমুছুন