সোমবার, ২১ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা -৪৪।। বাবলু গিরি ।। Ankurisha ।। E.Magazine ।।Bengali poem in literature ।।

 





দুঃসময়ের কবিতা -৪৪


বাবলু  গিরি   


এ মৃত‍্যুমুখর পৃথিবী আমি চাইনি  

                         


এ মৃত‍্যুমুখর পৃথিবী আমি চাইনি,

এ মৃত‍্যুময় ভারতবর্ষ আমি চাইনা,

এ মৃত‍্যুমিছিলের জন্মভূমি,এই বঙ্গভুমি চাইনি

এই চরাচরে শুধু কান্নার ধ্বনি শুনি।  


আমাকে বিশল‍্যকরণী এনে দাও, মৃতসঞ্জীবণী এনে দাও,

দাও এনে অমৃত কুম্ভ।

করুনাবিষ পান করো হে বিষকন্ঠ।  

হে অশ্বিদ্বয়, শরণ‍্যু পুত্র, এস হে দেব বৈদ‍্য—

জ্বরাশূন‍্য কর আমার বসুমাতাকে।


এই অগ্নিমুখর শ্মশান, এই ক্রন্দনের কলরোল, মাতৃত্বের হাহাকার ...

আমি কখনো স্বপ্নেও দেখিনি।

অতীব শক্রর জন‍্যেও ভাবিনি এ মৃত‍্যুখেলা।

এ মৃত‍্যুমুখর পৃথিবী আমি চাইনি।

এ মৃত‍্যুমিছিলের জন্মভূমি এই বঙ্গভুমি চাইনি  


মনুষ‍্য ভক্ষক হে মহারাক্ষস, এ পৃথিবী 

উচ্চণ্ড হয়ে উৎপাটন করবে তোমাকে।

তোমার চিতা জ্বালাবে মানুষ -

খুঁজে নেবে তোমার মৃত‍্যুবাণ।








🙏🙏দুঃসময়ের কড়চা 🙏🙏

✍🏾✍🏾এই বিভাগে আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা আজই পাঠিয়েদিন। আপনার এই সৃজন সম্মানের সাথে প্রকাশিত হবে। 👇🏾👇🏾

✍🏾   ankurishapatrika@gmail.com



২টি মন্তব্য: