দুঃসময়ের কবিতা -৪৬
ভবানী প্রসাদ দাশগুপ্ত
দুঃসময়
মহামারীর ছোবলে আজ
মানব জীবন ত্র্যস্ত,
সংকট থেকে মুক্তি পেতে
প্রাণ বাঁচাতে ব্যস্ত।
বিশ্বের মানুষ ঘরে বন্দী
অতিমারীর ভয়ে,
মরছে মানুষ দিবা-রাত্রি
খুব শ্বাস কষ্ট লয়ে।
দু'হাজার বিশ গিয়ে একুশ
এলো ভয়ের শেষ নাই,
সবার ভাবনা বিপদ থেকে
ক্যামনে জীবন বাঁচাই।
বিদায় বছর শঙ্কায় গেলো
নতুন বছর এলো,
নতুন বছর আরো খারাপ
বিপদ নাহি গেলো।
মানুষ এখন নিরাপদ নয়
অতিমারীর ভয়ে,
প্রতি দিনেই বাড়ছে বিপদ
মানব জীবন ক্ষয়ে।
নিম্ন আয়ের মানুষগুলোর
অভাবে দিন কাটছে,
সময় নিয়ে মৃত্যুর ঝুকি
ক্রমান্বয়ে বাড়ছে।
নতুন পুরান সব বছরেই
চলছে সমান তালে,
ক্যামনে মানুষ বাঁচবে বলো
এমন দুর্যোগ কালে।
কর্ম বিহীন কাটছে সব দিন
অভাব গলার ফাঁসি,
সবাই আবার উঠুক সেরে
ফুটুক মুখে হাসি।
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_99.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন