দুঃসময়ের কবিতা -৪১
আরণ্যক বসু
যদি একতারা ভেসে যায়
( আর কিছু না চাই—
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
বাউল // রবীন্দ্রনাথ ঠাকুর )
আকাশে অনেক মেঘ আঁকলেও ,
বেশ কিছু মুছে দিলাম;
আষাঢ়ে শ্রাবণে ভরা কোটালের
জল কি উঠোনে আসবে?
ইস্কুল নেই , বানভাসি হবে?
ক্লাসের বন্ধু যারা?
তারপরেও কি বর্ষাকালকে ,
তোমরাও ভালোবাসবে?
কেন? বলো কেন--
ঝঞ্ঝা উঠবে অথৈ সাগর থেকে?
শ্যামলে সবুজে পৃথিবীটা থাক ,
মায়ের আঁচলে ঢেকে।
বাবাকে বলেছি,
সব বাঁধগুলো এমন শক্ত হবে,
নোনা জল যেন ঢুকতে না পারে,
মিষ্টি জলের গ্রামে।
যদি একতারা ভেসে চলে যায় ,
ফিরিয়ে আনবে? বলো?
কোনো শিশু যেন চিঠি না পাঠায় ,
চোখের জলের খামে।
কেন? বলো কেন ---
ঝঞ্ঝা উঠবে অথৈ সাগর থেকে?
শ্যামলে সবুজে পৃথিবীটা থাক ,
মায়ের আঁচলে ঢেকে।
বহুদিন ধরে স্কুলের পথটা ,
ঢেকে আছে আগাছায় ;
আমার নতুন ক্লাসকে দেখিনি ,
আধুনিক ফোনও নেই।
এবারে রোগের শেষটা দেখবো,
কদম ফোটাবো বনে ;
সারা মাঠ জুড়ে কাদা জলে ঘামে ,
খেলাধুলো ফিরবেই।
কেন? বলো কেন—
ঝঞ্ঝা উঠবে অথৈ সাগর থেকে?
শ্যামলে সবুজে পৃথিবীটা থাক,
মায়ের আঁচলে ঢেকে।
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_70.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন