দুঃসময়ের কবিতা-৫০
নন্দিনী মান্না
১.
অঘোষিত যুদ্ধ
অদৃশ্য- অজানা জীবাণুর সঙ্গে হচ্ছে জনযুদ্ধ -------
মুহূর্তে মুহূর্তে আসছে অঘটনের খবর,
ভয়ঙ্কর খবরে মানুষজন রয়েছে উৎকণ্ঠায়,
সব বয়সেরই রয়েছে শরীরের ভয়- ঝুঁকি,
ঘন-ঘন প্লাবনে আক্রান্তের ভয়েই প্রাণের ঝুঁকি।
২.
সংক্রমণের শিকার
হঠাৎই বিশ্ব স্বাস্থ্য সংস্থার খবর প্রকাশ --------
সমগ্র মানবজাতি এখন অতিমহামারীর কবলে,
অস্তিত্ব রক্ষায় অতি সংকটের মুখে,
খলনায়ক বেশে উপস্থিত ক্ষুদ্রাণু ভাইরাস,
সব পরিবেশেই বইছে সংক্রমনের বিশ্ব ত্রাস।
৩.
লাইন অবিরাম
দৈনিক মৃত্যুর সেঞ্চুরিতে, মৃত্যুর এই বিভীষিকা,
মহামারীর প্রতিধ্বনির শব্দ, বাজছে দিকে দিকে,
লাগাতার জ্বলছে চিতা, মৃত্যু কমার লেশ মাত্র নেই ,
স্নান খাওয়া যায় ভুলে, চিতা সজ্জা সাজিয়েই চলে,
চাপে বাড়ির পথ গেছে ভুলে, কিছুক্ষণের জন্য রাত ঘুম মাত্র।
কী দুঃসহ যন্ত্রণাদায়ক!!
৪.
অপেক্ষার প্রহর
অপেক্ষার উদ্বিগ্নতার এলো সময়কাল,
অতিমারীর আকালে দৃশ্য বেসামাল,
ভোর-রাত থেকে এসে জনসমাবেশ,
লাইন- ধাক্কাধাক্কি- গন্ডগোল বেশ,
টোকেন নেওয়ার জন্য মানুষ উদ্ভ্রান্ত,
কো-উইন আ্যপে ব্যস্ত সব ভারপ্রাপ্ত।
৫.
বিরল ছত্রাক
এক রুপে আসে ঘোর আপদ,
ধীরে ধীরে সয়ে যায়,
পুনরায় দেখা দেয় অন্য বিপদ,
বিভিন্ন রঙের ছত্রাকের ভয়।
আক্রান্ত স্থান মূলত হয় চোখ,
অন্য অঙ্গে ও হানে আঘাত,
জীবন বাঁচাতে বাদ দিতে হয় চোখ,
শরীরে হানে হীন কুঠারাঘাত।
হায় ঈশ্বর! এ কি প্রমাদ!!
৬
স্মার্টফোন
সমস্যার লাইনের সামনেই স্মার্টফোন,
পরে এসেও বর্তমানে বড়োই প্রয়োজন,
বর্তমান প্রজন্মের কাছে দারুন গুরুত্ব,
অনলাইন পড়াশোনার প্রচুর দায়িত্ব,
ব্যবহার বা দেখা হবে শুধুই বসে বসে,
বাকি শরীরে প্রভাব ফেলবে শেষে।
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_24.html
দেখতে দেখতে সব হয়ে যাবে শেষ
উত্তরমুছুনহায় মানুষ জাতি এখনো সময় আছে
নয়তো নিশ্বেস !!!