মঙ্গলবার, ৪ মে, ২০২১

আজ অণুকবিতার আড্ডায়।। অজয় দেবনাথ।। Ankurisha ।।E.Bengali poem in literature ।।

 





 আজ অণুকবিতার আড্ডায় 

অজয় দেবনাথ




১.

অহংকার চূর্ণ হল।

চালাকির দ্বারা কোন কাজ

সফল হয়েছে কবে?

সবজান্তা পণ্ডিতের দল

শূন্যে ভাসমান মনগড়া ধারণায়

এখন এ-ওর পিঠ চাপড়াবে।


ঢের হল, বরং এবার বানপ্রস্থ ভালো

বৈতরণি করতে পার

কেতাবি চেতনার জ্ঞান-বিতরণী সভায়

নির্বাক শ্রোতার অভাব হবে না

জীবজন্তু গাছপালা…

এই সুযোগে পায়ের তলার মাটি

যদি চেনা যায়!


না হলেও ক্ষতি নেই

এখান থেকে সন্ন্যাসের প্রশস্ত পথ…


চেতাবনি না বুঝেই

ডালে বসে ডাল কেটেছিল কালিদাস

তাঁর মতো সারস্বত বরে

যদি ফেরে বাস্তব চেতনা…


.




 ২.

আকাশ চেনেনি, মাটিও চেনেনি

শূন্যে শূন্য জুড়ে শুধু

জমিয়েছে শূন্যগর্ভ জ্ঞান-চঞ্চু অজুহাত

শিকড় সন্ধানে এবাড়ি-সেবাড়ি ঘুরে উদ্‌ভ্রান্ত

ওভাবেও শিকড় পাওয়া যায়!


দিন যায়, বদলায় বাতাস-প্রকৃতি

ঔদ্ধত্যেরও হাতবদল হয়

মানুষের থেকে সরে

মানুষের থেকে বহুদূরে

ভিন্নগ্রহে কল্পজগতের সুরম্য প্রাসাদে

ঝলমল করে মন

ফ্যাসিবাদের বিরুদ্ধে বিকশিত

বর্ণচোরা নব্য ফ্যাসিবাদ।


অস্থি ধরা হাতে হাহাকারে প্রতিধ্বনিরত

খুলিগুহার অরণ্যে, নদীতে, পাহাড়ে

উত্তরাধিকারী খুঁজে ক্লান্ত ইতিহাস।







এই বিভাগে আপনিও মৌলিক ও অপ্রকাশিত লেখা পাঠান। 


ankurishapatrika@gmail.com




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন