শুক্রবার, ৭ মে, ২০২১

রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি - ২৬।। পার্থ সারথি চক্রবর্তী।। Ankurisha ।। E. Magazine ।।Bengali poem in literature ।।

 






রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি - ২৬

পার্থ সারথি চক্রবর্তী 





১.
কবিতার আলো


এই রবি অস্ত যান না, যেতে পারেন না!
জ্বলজ্বল করছেন আমার খাতায়,
আমার পড়ার টেবিলে, মনের কোণে।
চোখ বুজি আমি-
হৃদয়ে বাজে ঝংকার, গীতবিতানের 
সহজ পাঠ সেরে বন্ধ দুয়ার খুলি-
ঝড় আসে সেই রাতে
ভাসায় সব কালো, অন্ধকার।
বুক জুড়ে শুধু আমার-
আলো, কবিতার আলো।





২.
আশ্রয় 


সেদিন ভোরে স্বপ্ন দেখে ঘুম ভাঙে-
চোখ মেলি, দেখি আকাশের রঙসজ্জা
মন উড়ে যায় নীলাকাশে
গুনগুনিয়ে ওঠে মন-
সব চিন্তা ঝেড়ে ফে'লে।
একমাত্র আশ্রয়, আশ্রয় আমার-
তোমার সৃজন, তোমার মনন
"আমার পরাণ যাহা চায়, তুমি তাই"-
সত্যিই তো তুমি তাই!
তুমি আছো দুঃখে, প্রেমে, বিরহে, আনন্দে।
আমার মনজুড়ে-
জীবনে আলোর দিশা হয়ে।






আরও  পড়ুন 👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_38.html



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন