শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

রবি স্মরণে কবিতায় শ্রদ্ধাঞ্জলি — দুর্গাদাস মির্দা।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 






রবি স্মরণে কবিতায় শ্রদ্ধাঞ্জলি 

দুর্গাদাস মির্দা 




১.
তোমার পূজার ছলে ভুলেই থাকি


      জাতি দ্বন্দ্বে দীর্ণ আজ আমরা
      ভুলেছি তাঁর মহান বাণী
      সাবধান হতে গিয়েও 
      হতে পারিনি তেমন সাবধানী
     আমাদের জীবনের পথে। 

      বিকলাঙ্গ শিশু যেমন অসহায় পড়ে থাকে
       তেমনই আমরা আজ মেরুদণ্ড হীন এক 
       জাতি, যেহেতু ভুলেছি তাঁর মধুময় স্মৃতি
       শুধু পঁচিশে বৈশাখ এলে
        মিথ্যে পুজার ছলে তাঁকে  ভুলেই থাকি







২.
তারকা

 মনের আকাশে
 যে কটি তারা উদিত হয় প্রতিদিন
  তার একটি তারা তারকা হয়ে
   নেমে আসে এই ধরণীতে
    পঁচিশে বৈশাখে। 

   তাঁর স্নিগ্ধ আলোয় আলোকিত হয়
    আমাদের তৃষিত হৃদয়। 
     মানবিকতার জয়গান
    ঘোষিত হয়েছে তাঁর রচনায়
     সেই সুপারস্টার পান করে
     এতদূর এসেছি আমরা
      বহমান গঙ্গার মতো। 




আরও  পড়ুন 👇👇




https://wwwankurisha.blogspot.com/2021/04/ankurisha-emagazine-bengali-poem-in_58.html










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন