কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -৯
জুলি লাহিড়ী
১.
কে দাঁড়িয়ে?
গভীর ঘুমে স্বপ্ন দেখি
নিজের মনে একা
মাথার পাশে রবীন্দ্রনাথ
দিয়ে যান রোজ দেখা।
শুনিয়ে যান গল্প নাটক
কবিতা আর গান
কালোর মধ্যে আলোয় আলো
ভরে ওঠে মন প্রাণ
দীর্ঘ সময় পেরিয়ে গেলে
ঘুম ভেঙে যায় ভোরে
আজ বোশেখের পঁচিশ তারিখ
কে দাঁড়িয়ে দোরে?
২.
একতারা
রঙিন জোব্বাজামা গায়ে
ঘুঙুর বাঁধা খালি পায়ে
হাতে একতারাটি নিয়ে
বাউল যায় হেঁটে পথ দিয়ে
রাঙা মাটির এই গ্রাম
তার পলাশডাঙ্গা নাম
সারাদিন রৌদ্র ছায়ায় ঘুরে
বাউল নানান রকম সুরে
গলায় রবিঠাকুরের গান
সবার শুনলে জুড়ায় প্রাণ
আরও পড়ুন👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/04/ankurisha-emagazine-bengali-poem-in_28.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন