রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি - ৬ ।। রাজেশ কান্তি দাশ।। Ankurisha ।। E.Magazine ।।Bengali poem in literature ।।

 






কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি - ৬

রাজেশ কান্তি  দাশ 




১.

আমার পাথেয়



যে নদীটি চলে গেছে দূরে
সমুদ্রের খুব কাছাকাছি,
সে কি আবার ফিরবে উজানে
অজস্র জলরাশির মোহনা ডিঙিয়ে?

ভুল করে নৌকোয় পা দিইনি
অন্ধকার রাত্রির এ ভয়াল তুফানে,
হে রবীন্দ্রনাথ, তুমি আমাকে শিখিয়েছো
ঘোর অন্ধকারে জেগে আলো দেখা।

সমুদ্র মন্থন করেছি অনেক
খেয়া নৌকোর মাঝি হয়েও,
জাহাজের মাস্তুল ধরিনি কখনো
জীবন সঁপেছি জলের কাছে!

জল আমায় জীবন দিয়েছে
দেখিয়েছে ঢেউয়ের খেলা,
এর মধ্যেই খুঁজেছি জীবনের ভাঙাগড়া
হে রবীন্দ্রনাথ, তুমিই আমার পাথেয়।





২.
উদয়ের রবি


অনাগত চেয়ে আছে হে পুবের রবি
তোমাতেই আছি আমি তোমার আলোতে,
খড়কুটো, ঘাস, পবন, জলের সাথে
সাজাব জীবন আমি তোমার বিন্যাসে।

সাজাব জীবন আমি তোমার বিন্যাসে
সহজে একটি হাত রেখে আরেকটির 'পর,
চাওয়া পাওয়া পূরণ করবে এ ভূমি নিশ্চয়!
নিশি রাত পোহাবে পুবের আকাশে।

নিশি রাত পোহাবে পুবের আকাশে
রেখে যাব নব জাতক তোমার কোলে,
পাখিদের ডাকে যবে থেমে যাবে আঁধার
কোলের শিশু তখন বুঝবে নিজ ভার।

কোলের শিশু তখন বুঝবে নিজ ভার
আঁধার তার সাথে আর করবে না খেলা,
মুক্তির পথ পাবে এর মাঝে অনাথ
রবীন্দ্রনাথ, তুমিই আমার উদয়ের রবি।






আরও  পড়ুন 👇👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/04/ankurisha-emagazine-bengali-poem-in_24.html





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন