মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি ।। দুরন্ত বিজলী।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 



------------------------------------------------ 
     কবিতায়
   রবি স্মরণে 

  দুরন্ত বিজলী 
------------------------







কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি 
দুরন্ত বিজলী 



১.
জীবনের রঙ



মেয়েটিকে কাছে এগিয়ে আসতে দেখে সতর্ক হলাম।
মুচকি হেসে সে বলল -- কেমন আছেন ? অন্তরঙ্গতার সুর শুনে মুখ তুলে দেখে তার সুন্দর ঠোঁটের সুন্দর অভিব‍্যক্তি ভালোবাসার রং ছড়িয়ে দিল। স্বল্প হাসিমাখা মুখে বললাম -- ভালো। আপনি ? সে মাথা নেড়ে উচ্ছল হাসিময় মুখে বলল - ভালো।

সুন্দরী ও কোমল পেলব মৃত্তিকাময় নারীরা আমাকে টানে।
মনে মনে ভালোবাসি। কিন্তু বলতে পারি না। এই যে লিখে দিলাম দু'ছত্র, সেসবই পোড়ারমুখির জন্য, যাকে আমি যতই ভুলে থাকব বলি, সে থাকতে দেয় না। খোঁচা দিয়ে বলে  - আমাকে ভুলে গেলে ? লেখো, ভালোবাসাই তো জীবনের বেঁচে ওঠার রঙ। ভালোবেসেই লেখো।





২.
শালুক ফুল


খোলা আকাশের নিচে
দিগন্ত ছুঁয়ে থাকা পদতল
বৃক্ষের সারিবদ্ধ সবুজ

এখানে আগুনে ফাগুনে
পলাশ কৃষ্ণচূড়া

এখানে উৎসবমুখর প্রাঙ্গণে
বৈশাখী রোদছায়া

এখানে সাংস্কৃতিক মঞ্চে
         রবীন্দ্রনাথ
হৃদয়ের অঙ্গনে শালুক ফুল। 




---------- --------------------------- ------- 
এই বিভাগে  আপনিও আপনার মৌলিক  ও  অপ্রকাশিত  লেখা  পাঠান। 👇👇👇

ankurishapatrika@gmail.com

----------------- ---------------- ---------------- ---------------- ---------------- 

1 টি মন্তব্য: