সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি ।। বিকাশ চন্দ।। Ankurisha।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 






কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি 


বিকাশ চন্দ


১.
জন্মকালে হৃদয় ছোঁবে না ! 

যক্ষপুরীর যন্ত্রণা ছুঁয়ে কাঁটা গুল্ম ভ্রুণ
তবুও রক্ত করবী কেঁদেছিল কাঁদছে কোথাও 
গাছে পাতায় তখন বৃষ্টি ঝরেছিল
ভাঙা সে অট্টালিকা ছুঁয়ে আছে কালো ছায়া
অজস্র বাঁধনে শিকড়ে তখন রক্ত হৃদয় খোঁজা। 
#
ভাঙা জানালায় চোখ রেখে জাগে ভেতর ঘরের স্বপ্ন
আজকাল বুকের ভেতর প্রতিশব্দ বোঝে অর্পণ কাল
জীবনও বোঝে হয়তো বা মৃত্যু ও জানে
ক্ষমাহীন কখন দেহান্তর ভেজাবে বর্ষা বিষাদ
শরীরে শরীর উষ্ণ হাতের ছোঁয়ায় ভাসালো জলপ্রপাত। 
#
চেনা শুকনো নদী খুঁজেছিল যৌবন উদবেল ঢেউ
শরীরে শরীর উষ্ণতায় বেজেছিল জল তরঙ্গ
হায় রাধা কাল কাঁপা ঠোঁট উতরোল কাঁচুলি বলয়
আবিশ্ব পুরুষ সকলই মজেছে কি কৃষ্ণ মঙ্গলে
আস্তিক বৃষ্টি ভেজালো মাটি ঘাস প্রকৃতি শরীর 
নাস্তিক বাতাসে বেজে উঠলো পরম সুরে জল তরঙ্গ। 
#
শরীরগুলো ভেঙে ভেঙে কখন যেন ভরে উঠলো রক্ত করবী 
নিষ্ঠুর রঙ বদলে ভারতী আশ্লেষ জন্ম কালে হৃদয় ছোঁবে না ! 


২.
প্রতি অক্ষরে মুখে ভাত


আলো প্রহরের সময় জানে
লাবণ্য খোঁজে শেষের কবিতা
কৃষ্ণ গহ্বরের রশ্মি মেখেছি গায় 
হিমবাহ জানতো হিম সময়ের উৎস অঙ্কুর 
যতটা জড়িয়ে গৌরী পট জ্যোতির্লিঙ্গ দেহে
পাথুরে জঠর চিরকাল ছিঁড়ে ফেলে
অবলীলায় জন্ম শিকড় তুলে রাখে বাল্মিকী 
এপারে ওপারে সকল প্রকোষ্ঠে যৌবন দূত
সকল আদুল শরীর চেনে প্রজাপতি পরাগ রঙ। 
#
রাতের তারারা জানে সকল শরীর শুয়ে
অজস্র আলোর ভেতর সাদামাটা মানুষের নির্ঘুম সুখ
কালোর ভেতর তালুবন্দি গন্ধ রাজ 
চতির্দিকে ছড়ানো হৃদয় বাগান তরকারি সবুজ
সকল পুরুষ মেয়ে ছায়া আঁকিবুঁকি পৃথিবী সূর্য চাঁদে 
সপ্তমুখ খুলে দেখে প্রতারিত চন্দ্রকলা অন্তর বলয়ে। 
#
আমারও চেনা অক্ষর শব্দমালা জড়িয়ে আঁচল মায়ায়
শৈশব হীন মগ্ন প্রকৃতি জানে নিভাঁজ শরীরের কান্না
বৈশাখী শব্দের অঙ্কুর জানে প্রতি অক্ষরে মুখে ভাত। 




---------------- -------------------------------- ---------------- ---------------- ---------

এই বিভাগে  আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখাটি পাঠাতে পারেন। 👇👇👇


ankurishapatrika@gmail.com

----------------- ---------------- ---------------- ---------------- ---------------- 

-- 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন