সোমবার, ১২ এপ্রিল, ২০২১

এই সময়ের কবিতা ।। বিচিত্র কুমার ।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 



এই সময়ের কবিতা 



বিচিত্র  কুমার 




১.

সিন্ডিকেটের ভূত


সিন্ডিকেটের ভূত
চতুর ওরা খুব,
কায়দা করে ফায়টা লোটে
ঘরে থাকে চুপ।

কৃষক শত পরিশ্রমে
পাইনা ফসলের মূল্য,
কিন্তু তারা মজুদ করে
তোলে বাজারে মূল্য।

এর পিছনে আছে যারা
দেশের শত্রু তারা,
লক্ষ লক্ষ টাকা কামাই
সিন্ডিকেটের ভূত ওরা।



২.
কালবৈশাখী

নীল আকাশে মেঘ জমেছে 
দমকা হাওয়া বয়,
চিকমিকিয়ে বিজুলি নাচে 
মনের ভিতর ভয়।

দূর গগনে দেয়া ডাকে
বুক দুরুদুরু করে,
পাখিগুলোও প্রাণের ভয়ে
নিজ বাসাতে ফিরে।

উড়িয়ে ধুলো শুকনো পাতা
ভাঙ্গে গাছের ডাল,
একপলকে উড়িয়ে যায়
কুঁড়ে ঘরের চাল।







৩.
মশার জ্বালা


দিনের আলো নিভে যখন
সূর্য ডুবি ডুবি,
মশাগুলো ভোঁ ভোঁ করে
তখন আসে চুপিচুপি।

চড়-থাপ্পড় গায়ে মেরে
যতই বলি পালা,
দুষ্টুগুলো যায় না সরে
ভীষণ করে জ্বালা।

ওদের থেকে রেহাই পেতে
মশারি যখন টাঙাই,
পাজীগুলো কু-সুরে
ভোঁ ভোঁ গান শুনাই।







৪.
আমি দৈত্য করোনা 

আমি দৈত্য করোনা
পৃথিবীর সব খানে দিব হানা,
বদলে দিব বিশ্বের গতিপথ
করব খানা খানা।

হু হা হাহা হাহাহা!
এই পৃথিবী করব আমি গ্রাস
সকল মানুষ হবে আমার ত্রাস।

আমাকে চিনিস আমি বহুরূপী 
আমার আছে দুটি ভয়ংকর ছানা,
হাঁচি আর কাশি ওরা
কাছে পেলে কাউকেই ছাড়েনা।






আরও  পড়ুন 👇👇👇

https://wwwankurisha.blogspot.com/2021/03/ankurisha-emagazine-bengali-poem-in_24.html





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন