মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

এ মাসের কবিতা ।। সেন্টু রঞ্জন চক্রবর্তী।। Ankurisha ।।E.Magazine ।।Bengali Poem in literature।

 





এ মাসের কবিতা 


সেন্টু রঞ্জন চক্রবর্তী

১.
গণতন্ত্র


গণতন্ত্রের নামে
নরবলি হয়
উৎসবের নামে ধর্ষণ,
সংসদ যেন
বাঈজী বাড়ি আজ 
নাচে গানে ভরা কীর্তন। 

গণতন্ত্র কথা
কতটুকু হয়
ষড়যন্ত্রে মত্ত চাটুকার,
জলে ও তেলে
মিশায়ে কাড়ে 
মানুষের মৌলিক অধিকার।

সংবিধান কথা
কে আর শুনে
মানেই বা কোন জন ?
সুবিধা মতো
বুলি আওড়ায়
নীতি নৈতিকতা দেয় বিসর্জন। 

কিংবা কখনো
উপন্যাস যেন
চামচা নামায় লেখা বাণী,
নির্লজ্জের হাতে
সতীত্ব নষ্ট
সম্ভ্রম নিয়ে টানাটানি। 

বাকি আর ফাঁকি
মিছে ডাকাডাকি
বসন্তের কোকিল যত,
বসে মগডালে
সন্ধ্যা সকালে
কুহু কুহু ডাকে অবিরত। 

লাল কুকুর যে
শিয়ালের ভাই
সে কথা জানে কয়জন,
কৌশলে মারে
নিজেও মরে
মুরগিও ধরে যখনই প্রয়োজন।

গণতন্ত্রের বাণী
নীরবে কাঁদে
ষড়যন্ত্রের যাঁতাকলে,
মহাকাব্য লেখা 
গদ্যে ও পদ্যে
শুধু নিজেদের কথা বলে।




২.
মনুষত্ব কই


বুকে অনেক ব্যথা  বন্ধু
মুখে অনেক কথা,
পাহাড় সমান কষ্ট চাপা
পাথরের নীরবতা।

অত্যাচার সয়ে নির্বোধ হয়ে গেছি
ঠিক অনেকটাই গন্ডার,
অনুভব অনুভূতি হারিয়ে এখন 
অসহায় নির্বিকার।

বিচার ও বিবেচনা নির্বাসনে গেছে
সত্য ও ন্যায় কাঁদে,
এ সমাজ সমাজ নয়কো
পরিণত হয়েছে মরণ ফাঁদে।

কার যে কখন কি গতি হয়
কখন কার যে হবে সর্বনাশ,
মানুষের আজ মনুষত্ব কই
অমানুষেরা সব করেছে গ্রাস।

চোখের জলে নদী বয়ে যায়
সাগরে মিশে সকল দুখ,
ঢেউয়ে ঢেউয়ে মাথাটি কুটে
যন্ত্রনা তার এক বুক। 





আরও  পড়ুন 👇👇👇



https://wwwankurisha.blogspot.com/2021/03/ankurisha-emagazine-bengali-poem-in_34.html


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন