সোমবার, ২৯ মার্চ, ২০২১

এ মাসের কবিতা ।। স্মৃতি শেখর মিত্র।। Ankurisha ।। E.Magazine ।।Bengali poem in literature ।।

 







এ মাসের কবিতা 


স্মৃতি শেখর মিত্র




       
১.
মূল্যায়ন

 ভাঙ্গা সাড়াশির হাতল ধরে
 জীবনটাকে যদি এক জায়গা
 থেকে অন্যত্র নিয়ে যেতে পারতাম
 তাহলে বেশ হতো।

 অহেতুক শ্লেষাত্মক কথা থেকে দূরে
  কোথাও নির্জন পরিসরে
  যেখানে শুধু আমারই কথা চলতো...
  তবে তেমনটা আর হওয়ার নয়।
   বয়স বাড়ার সাথে সাথে
  জীবন অতিশয় দুর্বিষহ হয়ে ওঠে।
  সংসারের কঠিন সময়ে যে মানুষের
   বিশেষ কোন যোগদান নেই
  এটাই বারংবার বোঝানো হয়।
 
    সত্যিই আমি এখন তালকানা 
    মানুষে পরিণত হয়েছি
    যার ব্যবহারে সবাই অতিষ্ঠ আজ।



২.      
মমতার সংসার

  কাঁথার ওম ছেড়ে নিজেকে
  সরিয়ে এনে দেখে
 কখন যেন সূর্য উঠেছে পূবের আকাশে
 তার অবশ হাত পা একটু সেঁকে নিয়ে
  খড়ের আগুনে,বেরিয়ে পড়ে কাজের তাগিদে।
যেখানে যেটুকু পায় তাই দিয়ে ঘর গেরস্থালি সাজায়
 এবাড়ি ও বাড়িতে কাজ করে
 চেয়ে চিনতে যতটুকু পায় 
তাই দিয়ে সন্তানদের উদর ভরায়।

মমতার মমতায় বেঁচে 
আছে তাদের সংসার।
স্বামীর কাজ নেই
তার ওপর মদ্যপায়ী স্বামী। ঘরে ঘরে ঠিকাঝির কাজ তার
 কোথাও পাঁচশ কোথাও বা হাজার
এভাবেই সংসারের হাল ধরে মমতারা
 রাত দিন খেটে খায়
 নিজে না খেয়েও সন্তানদের ও স্বামীর
         খাবার যোগায়।



আরও পড়ুন 👇👇

https://wwwankurisha.blogspot.com/2021/03/ankurisha-emagazine-bengali-poem-in_28.html







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন