এই সময়ের কবিতা
গুচ্ছ কবিতা
দীপ মুখোপাধ্যায়
১.
সুপারহিট
সবার মুখে একই কথা
উঠতে বসতে শুতে
পিসির অভিনীত ছবি
"ধাক্কা দিল ভূতে"।
সত্যি এমন ব্লক বাস্টার
কে বানাল পিকে?
মুখরোচক নানান গসিপ
রটছে চতুর্দিকে।
পিসি এখন নিচ্ছে তালিম
হাসপাতালে ভর্তি
পরের ছবির পরিচালক
রাজ চক্রবর্তী?
২.
কামাওবাদ
তুচ্ছ ভেবোনা মোটেই আমাকে
আমি তো স্বাধীনচেতা
ধান্দাবাজির সৃজনে মননে
ভন্ডামি বিক্রেতা।
কখনো দেখবে তৃণমূলে আছি
ভাজপাও একদিন
দলদাস সেজে করি অভিনয়
মুখ রাখি উদাসীন।
পার্টিফান্ডের তোলা তুলি আমি
বখরায় আধাআধি
নীতি আদর্শে নিবেদিত প্রাণ
আমি যে কামাওবাদী।
৩.
লাশ পড়বে এখানে
আমি তো এক জাত গোখরো
ছোবল দিতে জানি
থাকবে তুমি ছবির ফ্রেমে
ঝুলবে ফটোখানি।
নই আমি গো ঢ্যামনা ঢোঁড়া
কিংবা তৃণ চন্দ্রবোড়া
আমাতে বিষ ভর্তি-
ক্যালাই যখন বুঝবে তুমি
ভুলবে বাপের জন্মভূমি
আমি হলাম সর্বঘটের
মিঠুন চক্রবর্তী।
৪.
ভোটের তাস
ঠোঁটের ডগায় ইনশাআল্লাহ হিজাব থাকে মুখে
তবেই কী না নেত্রী থাকেন মুসলিম গুডবুকে।
হোক না ওঁরা ভিন্নধর্মী অন্য মতামত
আঁতাত হলেই জয় করা যায় সমস্ত দ্বৈরথ।
বাদবাকিরাও রাখছে তাঁবে নয়তো সর্বনাশ
পীরজাদাকে সঙ্গে নিয়ে খেলেন ভোটের তাস।
৫.
মিডিয়ার রটনা
বলো কারা বারবার বদলায় জার্সি
ভাষণটা হিব্রুতে?নাকি ঠেঁট ফারসি?
কেউ ধুতি পাঞ্জাবি কেউ পরে ফতুয়া
কার স্তোকবাক্যে তাঁবে থাকে মতুয়া?
যত স্ক্যাম তত ঘ্যাম থাকে বুক ফুলিয়ে
আমরাও 'ঘেঁটে ঘ' সব যায় গুলিয়ে
গ্রামে-গঞ্জতে কারা ছড়ায় আতঙ্ক
বুঝিনা দাবার চাল সুকঠিন অঙ্ক।
কাকে ছেড়ে বলো ভাই কাকে আমি দুষবো
অতএব চুপচাপ অঙ্গুলি চুষবো
ভোট মানে একগাদা ভুলভাল ঘটনা
গোবেচারা লোকে ভাবে মিডিয়ার রটনা।
আরও পড়ুন 👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/03/ankurisha-e-magazine-bengali-poem-in.html

ফাটাফাটি।
উত্তরমুছুনদীপদা, অসাধারণ অসাধারণ দাদা।
উত্তরমুছুনআপনার ছড়া-কবিতায় বুঁদ হয়ে আছি।