সোমবার, ১৫ মার্চ, ২০২১

এ মাসের কবিতা ।। মুক্তি দাশ।। Ankurisha ।। E.Magazine ।।Bengali Poem in literature ।।

 



এ মাসের কবিতা 



রং মেখেছে শিমূল-পলাশ
মুক্তি দাশ


রং মেখেছে শিমূল-পলাশ,
চাঁদ-নদী-পাহাড়,
ভোর আকাশে আবীর-গোলা
রঙের কী বাহার!
খুশির দিন, মজার দিন,
রঙচঙে দিন দোল,
ছেলেবুড়ো সবারই প্রাণ
আনন্দে হিল্লোল।
মুঠো মুঠো উড়ছে আবীর,
কেউ মারে পিচকিরি।
রং মেখে সব ভূত সেজেছে-
মুখের সে যা ছিরি!
হাতের তেলোয় রং গুলিয়ে
ঘুরছে যে-যার তালে,
সুযোগ পেলেই মাখিয়ে দেবে
এ ওর মুখে-গালে।
আড়াল থেকে কেউ বা ছুঁড়ে
মারছে রং-বেলুন.
রং-ছয়লাপ জামাকাপড়-
মুখ শুকিয়ে চুন!
আকাশ থেকে নীল নিয়েছি,
কৃষ্ণচূড়ার লাল-
রামধনুটার ভাঙবে গুমোর,
হবেই হাঁড়ির হাল!
ঘাসের কাছে সবুজ নিলাম,
মন রাঙাবো বলে,
ফাগের রঙে মনের আঁধার
যাক না দূরে চলে!




আরও  পড়ুন 👇👇👇

https://wwwankurisha.blogspot.com/2021/03/ankurisha-emagazine-bengali-poem-in_82.html












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন