ধারাবাহিক কাব্যনাট্য ( পর্ব- ৫)
সুখ শিকার
নির্ঝর মুখোপাধ্যায়
পুরুষ—
তুমিও এবার এসো
( নারী বেরিয়ে যায়)
খুব বাঁচা গেছে
ওর হাত থেকে
পাওয়া গেছে নিষ্কৃতি
নারী তো নয়
যেন নারী বেশে
পাকা এক দুষ্কৃতি
এতদিন ধরে এই বনে আছি
কখনো আসেনি কেউ
আপদের মতো কোথা থেকে এল
অশান্তির এ ঢেউ
এ বন আমার সুখের স্বর্গ
মক্কা মদিনা
যা চাইব তাই করতে পারব
বাধা কেউ দেবে না
(সুখ ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে প্রবেশ করে)
সুখ-
পাগলিনি এক নারী
ধরতে পারলে খুন করে দেবে
বিপদ যে বড় ভারী
( সুখ পুরুষকে ধরতে যেতে চায়। পুরুষ ছিটকে সরে যাবার চেষ্টা করে। কিন্তু সুখ শেষ পর্যন্ত পুরুষকে জড়িয়ে ধরে )
পুরুষ—
কি করছো কি ছাড়ো শীগগিরি
এই পোড়া বন শুধুই আমারই
নারী—
তাড়ালে আমায় খুন হয়ে যাব
আর একটু বাদে ঠিক চলে যাব
( পুরুষ নিজেকে ছাড়াবার চেষ্টা করতে করতে)
পুরুষ—
বলছি আমাকে এক্ষুণি ছাড়ো
চাইনা জানতে বাঁচো কি মরো
(সুখ আরো জোরে পুরুষকে জড়িয়ে ধরে কাঁপতে থাকে)
ঠিক আছে ঠিক আছে ছাড়োতো আমায়
দেখছি এখন কিবা করা যায়
(হাঁপাতে হাঁপাতে নারীর প্রবেশ)
নারী—
কি দৃশ্য দেখি নিজের চোখকে
হচ্ছে অবিশ্বাস
তোমার বুকেতে রয়েছে লগ্ন
আমার বাঁচার আশ
পুরুষ—
চাইনা কো আমি কারোর বাঁচার আশ
নিজের থেকেই এই মেয়ে এসে করেছে সর্বনাশ
ঘেন্না লাগছে ঘেন্না লাগছে আমার
ওর ছোঁয়াতেই উঠছে এখন আমার নাভিশ্বাস
সুখ—
বাঁচাও আমাকে একটুকু করো দয়া
তোমার প্রাণে কি এক্টুও নেই দয়া ?
পুরুষ-
ভয় পেয়োনাকো
এ নারী তোমায় রাখবে যত্ন করে
প্রাণপাত করে খুঁজেছে তোমায়
সারাটি জীবন ধরে
ছেড়ে দাও তুমি আমাকে এবার
এ নারী তোমাকে খুঁজে জেরবার
যাও তুমি তার কাছে
সুখ—
দেখছো না ও হিংস্র চোখে
কেমন তাকিয়ে আছে
( নারীটি ধীরে ধীরে একটা ছুরি বার করে পুরুষটিকে হুমকি দেয় )
নারী—
এক্ষুণি ওকে ছাড়বে কি না তা বলো
না হলে কিন্তু অনিচ্ছাতেও
ফল হবে না কো ভালো
পুরুষ—
কি করছো তুমি
হাতে নিয়ে ওই ভয়ানক ছুরিকা
নারী—
ও শুধু আমার
দিয়ে দাও তাই কোরো না কো ভুমিকা
পুরুষ—
নিশ্চয় নিশ্চয়
ও শুধু তোমার
সে ব্যাপারে আমার
নেই কোনো সংশয়
নারী—
ধীরে ধীরে তবে করো প্রত্যার্পণ
( সুখ জোরে কেঁদে ওঠে)
এত দিনে তবে
খোঁজা শেষ হবে
কাটাবো সুখের জীবন
চলবে...
--------------------------------------------------------------------------------
অঙ্কুরীশা-র পাতায় প্রকাশিত এই ধারাবাহিক নাট্যকাব্যটি ক্লিক করে পড়ুন ও মতামত জানান।
ankurishapatrika@gmail. com
--------------------------------------------------------------------------------------------
আরও পড়ুন 👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/02/blog-post.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন