রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

বসন্তের আহ্বানে এ মাসের গুচ্ছ কবিতা।। সুস্নাত জানা।। Ankurisha।E.Magazine।।Bengali poem in literature ।।

 


বসন্তের  আহ্বানে

এ মাসের  গুচ্ছ কবিতা 

সুস্নাত জানা


১.

পসরা


এখানো ফাল্গুন এলে মনে পড়ে তোমাকে কেবল
বানভাসি স্রোতের জোয়ারে ভেসে ফিরে চলা আপন খেয়াল
যে গাছের পাতারা সবুজ হয়ে ভরে রাখে তোমার আঁচল
তারও চেয়ে বিচিত্র হরিণী তুমি
নাভিতে লুকিয়ে রাখো উদাসী ফাগুন
আগুন লাভার মতো স্রোত হয়ে বয়ে যায়
যে জীবন সাজিয়ে তোলেন নানা রঙের
তারা আজ বসন্ত সাজিয়ে রাখে অকাতরে। 



.
দীপ্তি 


তুমি দিলে তাই এমন আরক্তিম
দেখো জ্বেলে রাখে চোখের তারার মতো
আকাশে তাকালে তোমাকেই দেখি আজো
না দেখাও যেন জটিল চন্দ্রকলা

ফিরে এলে ফের এমন আগুন মাসে
ফিরে এলে ফের ভালোবাসা এঁকে চোখে
যেন রাত জাগে অনন্ত কোজাগরী
এখনো আকাশ তোমার মতোই উজ্জ্বল। 



.
চৈত্রের পাতা


সবুজে ব্যকুল হয়ে কেঁপে উঠে সুরের মল্লার
স্বপ্ন হয়ে ভেসে যায় দিন
দিগন্তের ডানা মেলা পাখা
পাখির ঠোঁটের থেকে ঝরে নিম ফুল

বউলের হলুদ রেণুর মতো বিন্দু বিন্দু
মধু ঝরে হরিৎ পাতায়
বেদনার স্বরলিপি
বসন্তের গাথা হয়ে ঝরে যায় চৈত্র বাতাসে। 




৪.
ফাল্গুন

খনো কুয়াশা সকালে রাখে ঢেকে
স্নিগ্ধ ছায়ায় আলো হয়ে আসে ম্লান
দিগন্তে তার আলোর আগস্ট ঘিরে
হাওয়া গেয়ে উঠে পাতা ঝরানোর গান। 

বিবর্ণ ডালে ধীরে জাগে কচিপাতা
ঝলমল করে নাচে প্রকৃতির প্রাণ
কে যেন ডেকেছে অবেলার আহ্বানে
এলো কান্না হাসির আগুনে  ফাল্গুন। 



---------------- ---------------- ---------------- ---------------- ---------------- 

বসন্তের  রঙে মন রঙিন করে এ মাসের গুচ্ছ কবিতা পাঠান । মতামত  জানান। 
মৌলিক  ও  অপ্রকাশিত  লেখা পাঠিয়েদিন —
ankurishapatrika@gmail.com

---------------- ---------------- ---------------- ---------------- ---------------- 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন